রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হল লোপেতেগুই’এর নাম। গতকাল আচমকাই ক্লাবের তরফে লোপেতেগুই’এর নাম ঘোষণা করে দেওয়া হয়। প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগ জেতার হ্যাটট্রিক করার সপ্তাহেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে আচমকাই ইস্তফা দিয়ে দেন জিনোদিন জিদান। জিদান যে রিয়ালের কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন, তার বিন্দুমাত্র আভাস আগে মেলেনি। জিদানের ইস্তফা দেওয়ার পর থেকেই রোনাল্ডোদের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল।
গতকাল সেই জল্পনার অবসান ঘটালেন রিয়াল কতৃপক্ষ। তবে লোপেতেগুই’কে রিয়াল মাদ্রিদের কোচ ঘোষণা করায় অনেকেই বিস্মিত। লোপেতেগুই বর্তমানে স্পেনের জাতীয় দলের দায়িত্বে আছেন। বিশ্বকাপ খেলার জন্য স্পেনের জাতীয় দল নিয়ে এখন রাশিয়াতে রয়েছেন তিনি। কিন্তু ক্লাব কোচিং-এ লোপেতেগুই’এর দারুন কিছু অভিজ্ঞতা নেই। তাই রিয়ালের মতো বড় ক্লাবের দায়িত্ব কীভাবে লোপেতেগুই’কে দেওয়া হল তা নিয়ে হতবাক অনেকেই। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব হাতে তুলে নেবেন তিনি।
ছবি সৌজন্যে- রিয়াল মাদ্রিদ ফেসবুক পেজ
Comments