আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ যেই পন্থা নিয়েছে সেই একই পন্থা নিতে দেখা যাচ্ছে তাদের পাল্টা সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’কে। এবার তাদের তরফে রাজ্যের মুখ্যসচিবকে একটি ইমেল পাঠানো হয়েছে।
রবিবার রাতে ৮ দফা দাবী নিয়ে তারা এ মেল করেন। জুনিয়র চিকিৎসকদের এই নতুন সংগঠনের দাবী কী?
‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’ ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে কেন এই সংগঠনটি তৈরি হল। তাদের প্রধান দাবী আরজি কর মামলার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি। তবে তারা জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনেক নেতার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেন। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী তুলেছেন তারা। আর এ পরিপ্রেক্ষিতে মুখ্যসচিবকে একটি ইমেইল পাঠানো হয়েছে।
জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই দাবী করা হয়েছে যে অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার, কিঞ্জল নন্দারা নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা আদায় করেছেন। তাদের অভিযোগ, টাকা বিভিন্ন অ্যাকাউন্টে রয়েছে। নতুন সংগঠনের জুনিয়র চিকিৎসকরা ঘটনার তদন্তের পাশাপাশি বিচারের নিশ্চয়তা চান। তারা মুখ্যসচিবকে চিঠি দিয়ে নিয়মমাফিক সরকারের কাছে অডিট করে কে এই টাকা দিচ্ছে এবং কোথা থেকে আসছে তা খতিয়ে দেখার দাবী জানিয়েছেন।
মুখ্য সচিবের কাছে একটি মেইলে তারা দাবী করেছেন যে থ্রেট কালচারের নামে রাজনৈতিকভাবে সমর্থিত তদন্ত কমিটি দ্বারা কোনও জুনিয়র ডাক্তারকে বহিষ্কার করা উচিত নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে এবং কলেজের প্রিন্সিপাল বা এমএসভিপি এর সঙ্গে জড়িত থাকলে তাদের কড়া শাস্তি দিতে হবে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে আসা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার অনুরোধও করা হয়েছে।
অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার প্রধানত কলেজগুলিতে থ্রেট কালচার নিয়ে অভিযোগ করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে জুনিয়র চিকিৎসকদের এই নতুন সংগঠন। এমতাবস্থায় তারা প্রকৃত দোষীদের শাস্তির জন্য মুখ্য সচিবের কাছে দাবী জানান। তারা আরজি কর মেডিক্যাল কলেজে একটি ঘরের দাবী করেন নিজেদের সংগঠন রেজিস্টার করানোর জন্য। তারা বলেন, ডক্টরস ফ্রন্ট যদি এই সুযোগ পায় তাহলে তাদেরও এই দাবী মেনে নেওয়া উচিত।
Facebook Comments