গ্রেফতার হওয়া রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফের বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি চক্রান্তের শিকার। বিজেপি আমাকে ফাঁসিয়ে দিয়েছে।’ এমনকি, পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেও মত তাঁর।
জ্যোতিপ্রিয়ের এই অভিযোগের ব্যাপারে দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, “জ্যোতিপ্রিয়কে মিডিয়া ট্রায়াল করে অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে।”
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দলের সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি অবশ্যই আছি। দলও আমার সঙ্গে অবশ্যই আছে।”
জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলায় এখনও কোনও অভিযোগ আনা হয়নি। তবে, তৃণমূল কংগ্রেস দাবি করছে, এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।
Facebook Comments