সোমবার জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় নবান্নে আলোচনার জন্য সময় দেন তিনি। তিনি বলেন, ‘সময়ে আসতে হবে।’ তিনি সাফ জানিয়ে দেন, ১০ জনের বেশি যেন কেউ না যায়।
প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্যসচিব মনোজ পন্থ দুপুর ২টা নাগাদ ধর্মতলায় চিকিৎসকদের অনশনস্থলে পৌঁছান।
জুনিয়র চিকিৎসকরা এখনও তাদের ১০ দফা দাবীতে অনড়। অনশনে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ও।
কিছুক্ষণ পর রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে অনশনে বসে থাকা চিকিৎসকদের বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চিকিৎসকদের অনশন প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, অধিকাংশ দাবী পূরণ হয়েছে। তিনি আন্দোলনকারীদের কাছে অন্তত ৪ মাস সময় চেয়েছেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপকালে আন্দোলনকারীরা তাঁকে আলোচনার অনুরোধ করেন। এর পরে, মুখ্যমন্ত্রী আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের সময় নির্ধারণ করেন। তবে, তিনি এও বলেন যে আন্দোলনকারীদের ১০ জনের বেশি প্রতিনিধি নবান্নে যাবে না।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মানবিকতার পক্ষে। আমিও বিচার চাই। কিন্তু সাধারণ মানুষ হাসপাতালে সেবা না পেলে তারা কোথায় যাবে? আদালতে মামলা চলছে। বিচার মিলবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।’
Facebook Comments