সন্ধ্যায় ইএম বাইপাসের ধারে পূর্বাশা আবাসন লাগোয়া বসতিতে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু শীতের শুষ্ক হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। এমনকী লাগোয়া আবাসনেও তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর পৌঁছায় দমকলে। তাত্ক্ষণিক ভাবে দু’টি ইঞ্জিন পাঠানো হলেও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।
আগুন লাগার এক ঘণ্টা পরে, সন্ধে সাড়ে ৭টা নাগাদও নিয়ন্ত্রণে আসেনি আগুন। অগ্নিকাণ্ডের জেরে বাইপাসে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশেপাশের বিকল্প রাস্তাগুলি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসু।
এক ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, ৩০-৪০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাঁরা সর্বস্বান্ত হয়েছেন, তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। মন্ত্রী সুজিত বসু বলেন, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ দিকে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, দমকল এবং পুলিশ দেরিতে পৌঁছেছে। ফোন করার প্রায় আধঘণ্টা পরে দমকল এসেছে।
Facebook Comments