বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ইস্যুটাকে কেন্দ্র করেই যে রাজ্য সরকারের বিরুদ্ধে গেরুয়া শিবির পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল। এই প্রসঙ্গেও মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপিকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।১৪ ডিসেম্বর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি বীজেন্দ্রকে ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে প্রবল বিক্ষোভের মুখে জেপি নড্ডার কনভয়। গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ওই দিন সন্ধ্যাতেই মুখ্যসচিব এবং ডিজিকে রাজভবনে ডেকে পাঠান তিনি। এর পর স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেই রিপোর্ট পাঠান। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের থেকে আলাদা ভাবে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
নাড্ডার কনভয় ইস্যু নিয়ে রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Facebook Comments