পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের মঙ্গলপাড়ার কোলে পরিবারের তিনশো বছরের পুরনো পারিবারিক দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার পঞ্চমীর দিন সকালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক হরিপ্রসাদ সরকার, স্থানীয় বিডিও অভিজিৎ চৌধুরী, বিধায়ক শ্রীকান্ত মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, সমাজসেবী ধীমান কোলে, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জী, প্রাক্তন শিক্ষক নিমাই রতন ব্যানার্জি, বিপ্রদাস পাল প্রমুখ। উৎসবে সবাইকে স্বাগত জানান ট্রাস্টি বোর্ডের সম্পাদক অশোক কোলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভি কোলে। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যতম সদস্য ও পূজার কর্মকর্তা নিমাই কোলে, সুকুমার কোলে, পাঁচু গোপাল কোলে, সুশীল কোলে প্রমুখ। শিবিরে ১জন মহিলা সহ ৪০ (চল্লিশ) জন রক্তদান করেন। শিবিরে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি, নিজেও রক্তদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক হরিপ্রসাদ সরকার। সবুজায়নের বার্তা দিতে উপহার স্বরূপ সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে মেহগনি গাছের চারা দেওয়া হয়। উল্লেখ্য কোলে পরিবারের প্রাচীন ঐতিহ্যশালী পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন শতাধিক বছর আগে । বংশের আদি পুরুষ গয়ারাম কোলের কনিষ্ঠ পুত্র নবীন কোলে এই পুজো শুরু করেন। নবীন কোলের পর ওনার পুত্র বংশীধর কোলের মধ্যম পুত্র কৃষ্ণ প্রসাদ কোলে পূজো চালিয়ে যান। এইভাবে বংশানুক্রমেই ক্রমে দুর্গাপূজা চলেছে। বিগত ২০১৪ সালে পরিবারের উদ্যোগে শ্রী শ্রী দুর্গামাতা ট্রাস্টি বোর্ড গঠন হয়। সেই বছর থেকে ট্রাস্টি বোর্ডের পরিচালনায় পূজো হয়ে আসছে। বিগত প্রায় এক দশক ধরে খুব আড়ম্বরপূর্ণভাবে ও জাঁকজমকপূর্ণভাবে এই পরিবারে দেবী স্বয়ং পূজিত হন। আমাদের সাধ আছে কিন্তু সাধ্য সীমিত এই ভাবনাকে কাজে লাগিয়ে তাদের এ বছরের পুজোর আয়োজন। কোলে পরিবারের নবীন সদস্য ও রক্তদাতা উপসমিতি পক্ষে অভি কোলে বলেন “পারিবারিক পূজোতে এই প্রথমবার আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি । এই ভাবনা সমগ্র এলাকার মধ্য নতুন এবং অভিনব। এই উদ্যোগে খুব উৎসাহ ও স্বতঃস্ফূর্তভাবেই এলাকার মানুষজন অংশগ্রহণ করেছেন। এতে আমরা খুশি”।
Comments