দমকলমন্ত্রী সুজিত বসুকেও গ্রেফতারের হুমকি দিচ্ছে ইডি। এমনই অভিযোগ তুলেছেন মন্ত্রী নিজেই। ইডির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তিনি।
শনিবার ১০০ দিনের কাজের মজুরি ও আবাস যোজনা ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদে এক পথসভায় অংশ নিয়ে ইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সুজিত বসু।
তিনি বলেন, “আমাদের নেতাদের নানাভাবে হেনস্থ করছে। কাউকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছ’মাস বাদে যখন দেশে সাধারণ নির্বাচন তার আগে সমস্ত বিরোধী নেতাদের জেলবন্দি রাখবার জন্য চেষ্টা করছে।”
জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা প্রসঙ্গে সুজিত বসু বলেন, “আজকে ওরা আমাদের বিভিন্ন নেতাদের গ্রেফতার করছে। আমি বলছি কোন নেতা যদি দোষ করে তাহলে নিশ্চয়ই তাদেরকে গ্রেফতার করুক। কিন্তু অনেকো দোষী না থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে হয়রান করতে গ্রেফতার করছে, শুধু তাই করছে না, তাদেরকে অসুস্থ করে দিচ্ছে। এমনভাবে জেরা করছে।”
নিজের আপ্ত সহায়ক নিতাই দত্তকে ইডির জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে সুজিত বসু বলেন, “আমার আপ্ত সহায়ক নিতাই দত্ত তা সবাই জানে। নিতাই এখন কাউন্সিলর হয়েছে। পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে এদিকে পাঠিয়ে দেওয়া হল ইডিকে। ১২ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হল। তার বাড়ি থেকে কিছু পেল না কিন্তু বলতে হবে একটাই নাম। চাপ দেওয়া হল সুজিত বোসের নামটা তোমরা বলে দাও, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার! সুজিত বোসের রাজনৈতিক কেরিয়ার ৪২ বছরের। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ের লোককে চাকরি দিয়েছে। জীবনে এই কাজ আমি কোনদিন করিনি। যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন। যতই ওকে জেলে আটকান, কোনদিনও বলবে না সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে।”
উল্লেখ্য, মাস কয়েক আগে পুর দুর্নীতি মামলায় ইডি তাঁকে ডেকে পাঠিয়েছিল বলে খবর ছড়িয়েছিল। কিন্তু কোনও সমন ইস্যু হয়নি। পরে সাংবাদিক সম্মেলন করে সেই নিয়ে ইডি সহ বিরোধীদের এক হাত নেন মন্ত্রী। কিন্তু, এবার মন্ত্রীর এমন অভিযোগে পালটা বিরোধীদের কটাক্ষ, সব দেখে বুক কাঁপছে সুজিত বসুর।
Facebook Comments