মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরেকটি পালক সংযোজিত হল। দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মভূষণ পুরস্কার’ পেলেন তিনি। ভারত সরকারের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ধোনির হাতে তুলে দিলেন এই পুরস্কার। দেশ ও জাতির প্রতি বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। গতকাল ২এপ্রিল, সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ধোনির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় ধোনি হাজির হয়েছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। এর আগেও বেশ কয়েকবার তাঁকে সামরিক পোশাকে দেখা গেছে। পুরস্কার গ্রহণ করে রাষ্ট্রপতিকে সামরিক কায়দায় স্যালুটও প্রদান করেন ধোনি।
পুরষ্কার গ্রহণের দিনটি অর্থাৎ ২এপ্রিল এমএসডি-র কাছে আরেকটি কারণে চিরস্মরণীয় হয়ে আছে। ২০১১ সালের এই দিনেই ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান ‘পদ্মশ্রী পুরস্কার’ পেয়েছিলেন ধোনি।
ছবি সৌজন্যেঃ Poriborton
Comments