আজ আইএসএলে জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে মুম্বাই এফসি। শেষ চারে যাওয়ার জন্য জে ম্যাচে জিততেই হবে মুম্বাইকে। ১২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে মুম্বাই এখন গ্রুপ টেবিলের ৬ নম্বরে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে জামশেদপুর ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। তবে গত ম্যাচে গোয়াকে ৪-৩ হারিয়ে মুম্বাই ফুটবলারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মুম্বাইয়ের জন্য আরও একটি ভালো খবর, তাদের অধিনায়ক লুসিয়ান চোট সারিয়ে আজ মাঠে নামতে পারেন।
ছবি সৌজন্যে- মুম্বাই এফসি ইন্সটাগ্রাম
Comments