Latest News
টলিউড, বলিউড এবং হলিউড তিনটি জায়গাতেই সমান ভাবে কাজ করে চলেছেন তিনি। কিন্তু তার মাঝেও সঙ্গীতের কথা উঠলেই তিনি এখনো দুর্বল হয়ে পড়েন। তিনি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী। সিনেমা, মডেলিং দুটো জায়গাতেই কাজ করছেন চুটিয়ে। টলিউদের এই মুহূর্তে একজন অন্যতম ব্যস্ত অভিনেত্রী পারিজাত। কিন্তু অব কিছুর মাঝেই আজও তার সঙ্গীতের জগতে অবাধ বিচরন। তাইতো শত ব্যস্ততার মাঝেও মিউজিকের জন্য আলাদা করে সময় বের করে নেন তিনি। এরকমই এক সঙ্গীতাষ্ঠানে সম্পতি হাজির হয়েছিলেন পারিজাত। আর ডি বর্মণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে টিম শুভলক্ষীর ‘ফিরে এসো অনুরাধা’ অনুষ্ঠানে এসে তাই আমাদের সামনে পারিজাত খোলসা করলেন তার সঙ্গীতপ্রীতির কথা। পারিজাত জানালেন, “আমি অভিনয়, মডেলিং এগুলো তো চালিয়ে যাচ্ছিই। কিন্তু সঙ্গীতের প্রতি আমার একটা দুর্বলতা রয়ে গেছে। আমার মা একজন সঙ্গীতশিল্পী, রেডিও জকির কাজও সামলেছেন একসময়। তাই সত্যি কথা বলতে কি মিউজিকটা আমার রক্তে রয়ে গেছে। তাই এখনো মিউজিকের কথা শুনলেই সমস্ত কাজ ফেলে সময় বের করে চলে আসি। শুভলক্ষী আমার খুব ভালো বন্ধু। ও এইরকম কিছু একটা করছে শুনে আমি প্রথম থেকেই খুব উচ্ছ্বসিত ছিলাম। তাই তো শরীর খারাপের মাঝেও এখানে এলাম। আর যেহেতু এই অনুষ্ঠানটা আর ডি বর্মণকে নিয়ে তাই এই অনুষ্ঠান মিস করতে চাইনি। আমার বাবা-মাও খুব খুশি যে, আমি সারাদিন শ্যুটিং এর মাঝেও সময় বের করে সঙ্গীতের জন্য ছুটে বেড়াই”।
ছবি- স্বরূপ সামন্ত
Comments