প্রয়াত নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি তথা শরত্চন্দ্র বসুর ছোট মেয়ে চিত্রা ঘোষ। গতকাল, তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আজ, শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, ‘অধ্যাপিকা চিত্রা ঘোষ সমাজ এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রেখে গিয়েছেন। তাঁর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। তখন নেতাজির বিষয়ে আমার সঙ্গে কথাও হয়।’ চিত্রা ঘোষ কলকাতার লেডি ব্র্যাবর্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঘোষের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
প্রয়াত নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি চিত্রা ঘোষ

Facebook Comments