চার ধর্ষককে মাফ করে দেয়ার আবেদন করায় প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং-এর কড়া সমালোচনা করেছেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি জয়সিংহের দিকে ইঙ্গিত করে বলেছেন, এদের কারণেই ধর্ষণ বন্ধ হয় না। ধর্ষিতারা যথাযথ বিচার পান না। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রবীণ ওই আইনজীবী নির্ভয়ার মায়ের উদ্দেশে ধর্ষক-খুনিদের মাফ করে দেয়ার আহ্বান জানালে শনিবার (১৮ জানুয়ারি) আশা দেবী এ কথা বলেন। ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে চার জনের মৃত্যুদণ্ড হয়েছে। সার্বিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সে আদেশ কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।
নির্ভয়ার মাকে উদ্দেশ্য করে জয়সিংহ বলেন, ‘আপনার কষ্ট আমরা বুঝতে পারি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সোনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে ক্ষমা করে দিয়েছেন, তার মতো নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেয়া।’ এর পরিপ্রেক্ষিতে আশা দেবী বলেন, ‘ইন্দিরা জয়সিংহ কে? তিনি আমাকে পরামর্শ দেয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েকজন এ ধরনের কথা বলেন, তাদের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’ নির্ভয়ার মা জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে আইনজীবী ইন্দিরা জয়সিংহের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে তার। কিন্তু কীভাবে তিনি দিন কাটাচ্ছেন, তা আশা দেবীর কাছে একবারও জানতে চাননি জয়সিংহ।
আশা দেবী বলেন, ধর্ষকদের পক্ষ নিয়েই তাদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।
Facebook Comments