Latest News

শিশু দিবস উপলক্ষ্যে ডি এ ভি স্কুলে দুদিনের শিশু মেলার সূচনা What's New Life রাফাল মামলায় পুনর্বিবেচনা করার আর্জি আজ নাকচ : সুপ্রিম কোর্ট What's New Life শুভ জন্মদিন রসগোল্লা What's New Life পাকিস্তানের নায়ক ছিলো ওসামা, বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মোশাররফের What's New Life মাথায় একটি অতিরিক্ত লেজ নিয়ে জন্ম কুকুর ছানার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় What's New Life সব রেকর্ড ভেঙে বাংলাদেশে দেশি​ পেঁয়াজের মূল্য ২০০ টাকা What's New Life বায়ু দূষণের জেরে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লি ও তার আশপাশের জেলায় বন্ধ থাকবে সব স্কুল What's New Life অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের আর্জেন্টিনায় What's New Life কেমন ভাবে কাটাচ্ছেন দীপভীর তাদের প্রথম বিবাহবার্ষিকী What's New Life গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতার প্লাবিত হলো ভেনিস নগরী What's New Life

কাশ্মীর নিয়ে আলোচনা করতে সৌদি সফরে ইমরান

পাক প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দু দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের এই দেশটির উদ্দেশে ইসলামাবাদ ছেড়েছেন তিনি।​ জাতিসংঘের আসন্ন ৭৪তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে তার এই সফর। এবার অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি বিশেষ আলোচনা করবেন। যেখানে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে মুসলিম অধ্যুষিত এই দেশের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ইস্যুটি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পাক প্রধানমন্ত্রী। যার ধারাবাহিকতায় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে তার এবারের মধ্যপ্রাচ্য সফর। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। যেখানে তিনি কাশ্মীর প্রসঙ্গটি তুলে ধরবেন।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের দুই যুবরাজের সঙ্গে বেশ কয়েক দফায় ফোনালাপের পর চলতি সপ্তাহে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে যান। এ সময় তার প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক সেনাপ্রধানের সঙ্গে কাশ্মীরে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করেন।

ছবি সংগৃহিত

Comments

KOLKATA WEATHER
Doctor Sleep Ghoon Bala Terminator: Dark Fate Buro Sadhu Kedara Earthquake And Roller Joker
What's New Life