আজ,বৃহস্পতিবার বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ উপলক্ষ্যে আজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লীতে বিজেপির সদর দফতরে পৌঁছান তিনি। সারাদেশে ১০ লাখেরও বেশি স্থানে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
এর পরে তিনি বলেন যে হনুমান জিকে যখন অসুরদের মুখোমুখি হতে হয়েছিল তখন তিনি কঠোর হয়েছিলেন। একইভাবে, যখন দুর্নীতি ও পারিবারিক কলহের বিরুদ্ধে লড়াই করতে হয়, তখন বিজেপি শক্ত হয়ে ওঠে।
পিএম মোদী বলেন যে “রাম কাজ কিহেন বিনা মোহি কাহান বিশ্রাম” এই কারণেই প্রধানমন্ত্রী মোদী বলেন যে “আমাদের এই সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। ভারত মাতাকে রক্ষা করতে বিজেপি কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।” তিনি বলেন, “দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হলে হনুমানজির মতো শক্ত হতে হবে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে “বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে।”
আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে দলীয় কর্মীদের কিছু নির্বাচনী মন্ত্রও দিতে পারেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নিয়েছেন বিজেপি নেতারা। সারাদেশে ১০ লাখেরও বেশি জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল। জনসঙ্ঘের নেতারা জনতা পার্টি ছেড়ে বিজেপির আদলে নতুন দল শুরু করেন।
বিজেপির প্রতিষ্ঠা দিবস অর্থাত্ আজ থেকে ১৪ এপ্রিল বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী পর্যন্ত সাত দিন ধরে ‘সামাজিক ন্যায়বিচার সপ্তাহ’ শুরু করেছে দলটি।
এই সময়ে, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ, ভারতের সংবিধানের স্রষ্টা এবং বিশেষ করে দলিতদের প্রতীক বিআর আম্বেদকরের স্মরণে বিজেপি সারা দেশে অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে দলের কর্মীরা ১১ এপ্রিল সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীও উদযাপন করবেন।
Facebook Comments