নভেল করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্স করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়াও মিলেছে ভালোই। আজ বিকেলে ভিডিও কনফারেন্সটি হচ্ছে বলে জানা গেছে। শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার ট্যুইটে জানিয়েছেন, ‘সবার ভালোর জন্য একসঙ্গে আসুন। ১৫ মার্চ বিকেল ৫টা। সার্কভুক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে ভারতের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভাইরাসটির মোকাবিলায় একটি সাধারণ কৌশল তৈরির লক্ষ্যে এই আলোচনা।’
শুক্রবার (১৩ মার্চ) একাধিক ট্যুইটে সার্ক সদস্যদেশের নেতাদের একজোট হয়ে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মোকাবিলায় সার্কভূক্ত সদস্যদেশের নেতাদের উপযুক্ত কৌশল তৈরি করার আহ্বান জানান তিনি। পাকিস্তাসহ অনেক দেশ তাতে সাড়া দেন। এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আলোচনায় অংশ নেওয়ার কথা জানান তারা। তারপরই ভিডিও কনফারেন্সটি আয়োজনের দিনক্ষণ ঘোষণা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী মোদীর সাথে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার নেতারা এবং পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। প্রথমে কিছু না জানালেও পাকিস্তানের তরফে শুক্রবার মধ্যরাতের পর ঘোষণা করা হয় যে ভিডিও কনফারেন্সে জাফর মির্জা ওই ভিডিও কনফারেন্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
Facebook Comments