হাবিবুর রহমান মল্লিক : আর কয়েকদিন বাকি তারপরই শুরু আইপিএল। আর সেই আইপিএলে বিরাট কোহলি কত ঘাম ঝরিয়ে খেলে, রান করে, ম্যাচ জিতিয়ে দেড় মাস ধরে খেলে পাবেন ১৮ কোটি টাকা। আর সেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ৭ই এপ্রিল বলিউড নায়ক রণবীর সিং নেবেন ৫ কোটি টাকা। সেই হিসেবে দেখলে আইপিএলে রণবীরের দাম কোহলির থেকেও বেশি। সূত্রের খবর অনুযায়ী, আইপিএল-এর আয়োজকরা রণবীরের ৫ কোটি দাবিতে সম্মতি জানিয়ে চুক্তিবদ্ধও হয়েছেন। আগামী ৭ই এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ।
ছবি সৌজন্য- Virat Kohli এবং Ranveer Singh টুইটার
Comments