চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখকে দুই পর্ব মিলিয়ে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র জোগাড় করে নিল রোনাল্ডোরা। এদিন খেলার তিনি মিনিটের মধ্যেই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জোসুয়া খিমিচ।
১১ মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা। এদিন মোটেও ছন্দে ছিলেন না রিয়ালের সেরা তারকে সি আর সেভেন। গোটা ম্যাচে অনেকগুলি নিশ্চিত গোল মিস করে রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। ৬৩ মিনিটের মাথায় বায়ার্নকে সমতায় ফেরান হামেস রদ্রিগেস। এদিনের ম্যাচ ২-২ অবস্থায় ড্র হলেও প্রথম পর্বের ম্যাচে ২-১ জেতার ফলে এই টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চলে গেল রিয়াল মাদ্রিদ।
ছবি সৌজন্যে-রিয়াল মাদ্রিদ ফেসবুক পেজ
Comments