ইতিহাস গড়লেন কিংবদন্তী টেনিস তারকা রজার ফেডেরার। কিছুদিন আগেই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এবার ৩৬ বছর বয়সে আবার একবার বিশ্ব র্যার্ঙ্কিং-এ ১ নম্বরে উঠে এলেন এই টেনিস তারকা। রাফায়েল নাদালকে সরিয়ে এক নম্বর স্থানে উঠে এলেন ফেডেরার। তার সাথে সাথে ভাঙলেন সবচেয়ে বেশি বছর বয়সে এক নম্বর হওয়া আন্দ্রে আগাসির রেকর্ড। আগাসি ৩৩ বছর বয়সে বিশ্ব র্যার্ঙ্কিং-এ এক নম্বর স্থান অর্জন করেছিলেন। রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে যাওয়ার পথেই এই কৃতিত্ব অর্জন করলেন টেনিস বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম রজার ফেডেরার।
ছবি সৌজন্যে- ফেডেরার ফেসবুক পেজ
Comments