ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যাবেন রোহিত শর্মা। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান নিজের করে নেবেন আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড। এখন পর্যন্ত টি-টুয়েন্টিতে ৯৩ ম্যাচ খেলা রোহিত ৮৫ ইনিংসে ব্যাট হাতে নেমে হাঁকিয়েছেন ১০২টি ছয়। এই তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা গেইল ও গাপটিলের চেয়ে মাত্র একটি ছয় পেছনে আছেন তিনি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে রবিবার বিশাখাপত্নমে ভারত মুখোমুখি হবে সফরকারী অস্ট্রেলিয়ার। ম্যাচটি শুরু হবে সাতটা থেকে। এই লড়াইয়ে দুবার বল উড়িয়ে মেরে সীমানার বাইরে আছড়ে ফেলতে পারলেই ছক্কা হাঁকানোর কীর্তিতে সবাইকে ছাড়িয়ে চূড়ায় পৌঁছে যাবেন রোহিত।
সমান ১০৩টি করে ছয়ের মালিক হলেও গাপটিলের চেয়ে ম্যাচ অনেক কম খেলেছেন ক্যারিবিয়ান দানব গেইল। মাত্র ৫৬ ম্যাচের ৫২ ইনিংসেই এতগুলো ছয় মেরেছেন স্বঘোষিত ‘ইউনিভার্স বস’। অন্যদিকে গেইলকে ছুঁতে কিউই তারকা গাপটিলকে খেলতে হয়েছে ৭৬ ম্যাচের ৭৪ ইনিংস।
উল্লেখ্য, বর্তমানে ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণে সবচেয়ে বেশি রানের মালিক ৩১ বছর বয়সী রোহিত। ৩২.৭৬ গড়ে ২ হাজার ৩২৬ রান তার নামের পাশে। ১৬টি হাফসেঞ্চুরির পাশাপাশি এই ফরম্যাটে রেকর্ড ৪টি সেঞ্চুরি করেছেন তিনি।
ছবি সৌজন্য : টাইমস নাও
Comments