দীর্ঘ দিন থেকেই কথা ছিল কলকাতায় আসবেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে, সাম্প্রতিক হুমকির কারণে বার বার পিছিয়ে যাচ্ছিল তার কলকাতা সফর। এবারে জানা গিয়েছে, আগামী ১৩ মে কলকাতায় আসবেন বলিউড ভাইজান।
দীর্ঘ ১৩ বছর পর কলকাতা আসছেন তিনি, এই নিয়ে স্বাভাবিক ভাবেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। কিন্তু তার চেয়েও যেটা বেশি আলোচ্যর বিষয়, তা হল, কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি।
জানা গিয়েছে, আগামী শনিবার অর্থাত্ ১৩ ই মে সকালে তিলোত্তমায় পৌঁছাবেন সালমান খান। এসেই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। তবে, তাদের এই সাক্ষাত্ সম্পর্কে খুব বেশি তথ্য এখনও গোপন রয়েছে। সালমানের নিরাপত্তার হুমকির মধ্যেই তার কলকাতা সফর, তিনি এই বছর মৃত্যুর হুমকি পেয়েছেন, ফলে এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা থাকবে, বলা বাহুল্য।
তবে, সালমানের কর্মপরিকল্পনায় এই হুমকির কোনও প্রভাব পড়েনি। অভিনেতা নিজেই প্রকাশ করেছেন যে তিনি ১৩ মে ইস্ট বেঙ্গল ক্লাব, মেডেন টেন্ট, কলকাতায় পারফর্ম করবেন। এই সংক্রান্ত একটি ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। তাঁর ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। জানা গিয়েছে, সেদিন রাতেই সালমানের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বহু বলিউড তারকা। এর মধ্যে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রন্ধাওয়া সহ অনেকে।
তবে, সালমানের কলকাতায় এই শো-এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ এবং দুজনের মধ্যে কি কথা হয়, সেদিকেই তাকিয়ে কলকাতা তথা বঙ্গবাসী।
দীর্ঘ ১৩ বছর পর কলকাতা আসছেন 🎭সালমান খান

Facebook Comments