Latest News

সাপ্তাহিক লগ্নফল ২১শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর What's New Life হাসিন জাহান যোগ দিলেন কংগ্রেসে What's New Life যৌন হেনস্থার অভিযোগ উঠল বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক ও গায়ক অনু মালিকের বিরুদ্ধে What's New Life কিংবদন্তী ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ What's New Life Hina Khan Celebrates Durga Puja With Beau Rocky at Kolkata   What's New Life থেকে গেল আইয়ুব বাচ্চুর শেষ ইচ্ছা What's New Life হুগলি জেলার প্রাচীনতম পুজো 'ভাঙা দালান' What's New Life “এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দুরে” What's New Life আবারও মাওবাদী হামলার সাক্ষী হল দেশ What's New Life দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের চাপের মুখে মোদী সরকার What's New Life
যে যে বলিউড তারকাদের বিরুদ্ধে ‘যৌন হেনস্থার’ অভিযোগ

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। ১০ বছর আগের এই ঘটনাই এখন ঝড় তুলেছে বলিউডে। প্রকাশ্যে এভাবে মুখ খোলায় তনুশ্রীর সাহসিকতার প্রশংসা করেছেন বিটাউনের অনেকেই। তবে কয়েকজন অবশ্য, তনুশ্রীর অভিযোগকে সস্তার প্রচার আখ্যা দিয়েছেন।

বর্তমানে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত, অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে বিরুদ্ধে পাল্টা আইনি নোটিস দিয়েছেন নানা। শুধু নানা পাটেকরই নন, আরও বেশ কয়েকজন বলিউডের তারকার বিরুদ্ধে কখনও না কখনও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দেখেনিন কাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ।

পাপনের বিরুদ্ধে: ২০১৮ সালের শুরুর দিকে এই গায়ক পাপনের বিরুদ্ধে একটি রিয়্যালিটি শোয়ের নাবালিকা প্রতিযোগীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছিল। যদিও পাপন পরে ক্ষমা চেয়ে নেন। আবেগের বশেই নাকি এমন কাজ করেছিলেন পাপন, হেনস্থা নয় বলেন মেয়েটির বাবাও। আদালতে অভিযোগ দায়ের হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান পাপন।

যে যে বলিউড তারকাদের বিরুদ্ধে ‘যৌন হেনস্থার’ অভিযোগ

ওম পুরীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ: স্ত্রী নন্দিতা পুরী গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন ওমের বিরুদ্ধে। বাড়ির পরিচারিকাকেও নাকি যৌন হয়রানি করা হয়েছিল, এমনটাও অভিযোগ আনা হয় প্রবাদপ্রতিম অভিনেতার বিরুদ্ধে।

আদিত্য পাঞ্চোলি বিরুদ্ধে কঙ্গনার অভিযোগ: অভিনেত্রী কঙ্গনা রনৌত যৌন হেনস্থার অভিযেগ আনেন সাবেক প্রেমিক আদিত্যর বিরুদ্ধে। আদিত্যর অপর প্রেমিকা পূজা বেদীর পরিচারিকাকেও ধর্ষণ করেছিলেন আদিত্য, এমনটাও অভিযোগ আনা হয়েছিল। যদিও পরবর্তীতে জামিনে মুক্তি পান আদিত্য পাঞ্চোলি।

রাজেশ খান্নার বিরুদ্ধে অনিতা অভিযোগ: লিভ-ইন পার্টনার অনিতা আদবাণী রাজেশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এ বিষয়ে অনিতা বলেন, তিনি সে সময় নাবালিকা ছিলেন, যখন রাজেশ তাকে হেনস্থা করেছিলেন।

যে যে বলিউড তারকাদের বিরুদ্ধে ‘যৌন হেনস্থার’ অভিযোগ

মধুর ভাণ্ডারকর বিরুদ্ধে অনিতা অভিযোগ: মধুর ভাণ্ডারকর বিরুদ্ধে ২০০৪ সালে প্রীতি জৈন নামে এক অভিনেত্রী ধর্ষণের অভিযোগ আনেন। কাস্টিং কাউচের কথাও বলেন প্রীতি। পরবর্তীতে প্রীতির বিরুদ্ধে সুপারি কিলার নিয়োগ করে মধুরকে খুন করার অভিযোগ ওঠে।

বিকাশ বহেল বিরুদ্ধে কঙ্গনা রনৌতের অভিযোগ: বলিউডের কঙ্গনা রনৌত একসময় অভিযোগের আঙুল তোলেন হিট ছবি ‘কুইন’-এর পরিচালক বহেলের দিকে। ‘ফ্যানটম ফিল্মস’ এর একজন ক্রিউ মেম্বারও বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। বিকাশ বহেল, মধু মান্টেনা, অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মতওয়ানে শুরু করেছিলেন ‘ফ্যান্টম ফিল্মস’। পরে অনুরাগ এই সংস্থা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে যত অভিযোগ: ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রযোজক করিমের বিরুদ্ধে ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ আনেন দিল্লির এক স্কুল ছাত্রী। যদিও পরবর্তীতে আদালত তাকেও অব্যাহতি দিয়েছিল।

অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ: অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে ২০১৪ সালে তার প্রেমিকা ধর্ষণের অভিযোগ আনেন। পরবর্তীতে মুম্বাই সেশন কোর্ট তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

যে যে বলিউড তারকাদের বিরুদ্ধে ‘যৌন হেনস্থার’ অভিযোগ

মুহাম্মদ ফারুকি: ২০১৫ সালে এক মার্কিন গবেষক ‘পিপলি লাইভ’এর সহ-পরিচালক মুহাম্মদ ফারুকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। পরবর্তীতে দিল্লির হাই কোর্ট তাকে খালাস ঘোষণা করলে জামিনে মুক্তি পান।

সাইনি আহুজা: ২০০৯ সালে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তারকা অভিনাতা সাইনি আহুজার বিরুদ্ধে। জামিনে মুক্তি পান ‘গ্যাংস্টার’,‘ভুলভুলাইয়া’ তারকা। পরবর্তীতে অভিযোগ তুলে নেওয়া হয়।

যে যে বলিউড তারকাদের বিরুদ্ধে ‘যৌন হেনস্থার’ অভিযোগ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Crazy Rich Asians Ek Je Chilo Raja Byomkesh Gowtro Manojder Adbhut Bari Kishore Kumar Junior Hoichoi Unlimited Villain Helicopter Eela Tumbbad Jalebi FryDay First Man
What's New Life