বল বিকৃতি বিতর্কের জেরে আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। বল বিকৃতির দায়ে স্মিথকে ইতিমধ্যে আইসিসি এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি। তার ম্যাচ ফি’র একশো শতাংশ জরিমানাও করা হয়েছে। এও শোনা যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে আজীবনের জন্য নির্বাসিত করতে পারে। তাই এহেন পরিস্থিতিতে স্মিথ রাজস্থানের অধিনায়কত্ব ছাড়বার জন্য মনস্থির করেছেন বলে জানা গিয়েছে। তার বদলে এই মরসুমে দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
ছবি সৌজন্যে- আইপিএল টিটোয়েন্টি.কম
Comments