হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের ঢালাও প্রশংসা করেন তিনি। সোমবার বিকেলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়াল ভাবে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। পাশাপাশি, তিনি ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণেরও শুভ সূচনা করেন।
#RailInfra_Kolkata#Metro4Connectivity#MetroAtSealdah#TransformingKolkata
Smriti Zubin Irani, Hon’ble Minister of Women & Child Development and Minority Affairs visiting Sealdah Metro station. pic.twitter.com/UDDCEryrPU
— Metro Rail Kolkata (@metrorailwaykol) July 11, 2022
তাঁর আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘যেভাবে মেট্রো রেলের কর্মীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পকে সার্থক করেছেন, তা ইতিহাস রচনা করেছে। বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।’ কেন্দ্রের প্রশংসা করে তিনি বলেন, মেট্রোর পরিকাঠামো উন্নয়নে তত্পর রয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার মহিলা ও শিশুদের কল্যাণে প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলায় ৭২ লক্ষ মানুষকে নরেন্দ্র মোদীজির উদ্যোগে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে।’
শিয়ালদহ মেট্রো স্টেশন এবং সেই সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পরিষেবা উদ্বোধন করলাম।
এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের @RailMinIndia উদ্যোগে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ।এর ফলে ৩৫ হাজার যাত্রী উপকৃত হবেন এবং শিয়ালদহ স্টেশনের আশেপাশের যানজট কমবে। pic.twitter.com/oInzvAd9NC
— Smriti Z Irani (@smritiirani) July 11, 2022
স্মৃতি আরও বলেন, ‘এই মেট্রো স্টেশন চালু করার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। অবশেষে ৩৫ হাজার যাত্রীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।’
এর পাশাপাশি এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগে শিয়ালদহ মেট্রো স্টেশনেও পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হলেও মেট্রোর যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। জানা গেছে, দিনে ১০০ মেট্রো চলবে। এতদিন পর্যন্ত মেট্রো চলত সকাল আট’টা থেকে সন্ধ্যা সাড়ে সাত’টা পর্যন্ত। এবার সেই সিদ্ধান্তে সামান্য বদল হয়েছে; মেট্রো চলবে সকাল সাত’টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত।
Facebook Comments