বিজেপিতে যোগ দিলেন কাঁথি পুরসভার ১৪ জন বিদায়ী কাউন্সিলার-সহ অপসারিত পুরপ্রশাসক সৌমেন্দু অধিকারী। বিজেপি নেতা তথা তাঁর দাদা শুভেন্দু অধিকারীর কর্মিসভা মঞ্চেই গেরুয়া শিবিরে যোগ দিলেন সৌম্যেন্দু। এ দিন ১৫ জন বিদায়ী কাউন্সিলারের বিজেপিতে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে দু’জন কর্মিসভায় আসতে পারেননি। উল্লেখ্য, কাঁথি পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ২১টি। তার মধ্যে থেকে ১৫ জন বিদায়ী কাউন্সিলারই এদিন যোগ দিলেন বিজেপিতে।
গত মঙ্গলবার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সৌম্যেন্দু। আগামী ৪ জানুয়ারি কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির কথা রয়েছে। পাশাপাশি ক্ষোভ জানিয়ে সুবিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন সৌম্য়েন্দুর দাদা তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
জল্পনার অবসান ঘটল কাঁথির ডরমেটরি মাঠে বিজেপির কর্মিসভায়। শুভেন্দু দাবি করেন, ‘এ দিন প্রায় পাঁচ-ছ’হাজার কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। হেরে যাওয়ার ভয়ে পুরসভার ভোট করানোর সাহস নেই। পুরপ্রশাসক সৌম্যেন্দু অধিকারী আজ বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করলেন’। একই সঙ্গে তিনি বলেন, ‘ভোট হলেই ভোট লুঠ করে তৃণমূল। দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী হাত মিলিয়েছে। দক্ষিণ কাঁথি আসন বিজেপির হাতেই যাবে’।
Facebook Comments