২৪জন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়ের হাতে এক বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার কিটস চুক্তি তুলে দিল রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। শনিবার সিএসজিসিতে একটি অনুষ্ঠানে চুক্তি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।
এই চুক্তির আওতায় আগে থেকেই ছিলেন ২৯জন খেলোয়াড়। নতুন করে ২৪জন এই কিটস চুক্তির অন্তর্ভুক্ত হওয়ায় মোট ৪৯জন খেলোয়াড় কিটস সংক্রান্ত নানাবিধ সুবিধা পাবেন।
সেই ২৪জন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় হলেন-
১। পল্লব বোস, ২। কেশব রায়, ৩। সঞ্চালি দাশগুপ্ত, ৪। খিরাঙ্কি সেনগুপ্ত, ৫। সৌরভ দাস, ৬। এষা ঘোষ, ৭। স্মরণিকা সিং, ৮। শৌর্য দাশগুপ্ত, ৯। রিয়া ঘোষ, ১০। অম্রুতা দাস, ১১। আদিত্য মণ্ডল, ১২। মন্দ্রিতা খাটুয়া, ১৩। শ্রেয়া তিওয়ারি, ১৪। রসিকা দাস, ১৫। সুতান্বি সরকার, ১৬। পার্থ সারথি মিশ্র, ১৭। অঙ্কিত মণ্ডল, ১৮। দিমিত্রা শেনয়, ১৯। অর্চিস্মান মণ্ডল, ২০। সৈকত ব্যানার্জি, ২১। মহম্মদ আজহান, ২২। সায়ক পাল, ২৩। অনির্বাণ মণ্ডল, ২৪। রিমিতা দাস।
জেলায় ব্যাডমিন্টনের প্রসার ঘটাতে ও জেলার খেলোয়াড়দের উৎসাহ দিতে নানা পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
পরিকল্পনাগুলি হল-
১। জেলাস্তর, রাজ্যস্তর ও র্যাদঙ্কিং টুর্নামেন্টের আয়োজক সংস্থাকে বিনামূল্যে শ্যাটল কক দেওয়া হবে।
২। জেলাস্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করলে জেলা সংস্থা ১০০০০টাকা আর্থিক অনুদান পাবে।
৩। জাতীয়স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের ট্রেনে এসি ৩ টায়ারে ভ্রমণ করার সুবিধা দেওয়া হবে।
৪। জাতীয়স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের আলাদা করে এক বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার কিটস দেওয়া হবে।
৫। জাতীয়স্তরের টুর্নামেন্টে ও র্যা ঙ্কিং টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হবে।
৬। রাজ্যস্তরের সব বয়সভিত্তিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের বিনামূল্যে শ্যাটল কক দেওয়া হবে।
৭। সব ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রমোশনাল রেটে শ্যাটল কক দেওয়া হবে।
Facebook Comments