আরজি কর হাসপাতালের ঘটনায় মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রাজ্য সরকার জানায়, নিম্ন আদালতে ১১ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং অভিযোগ গঠন করা হয়েছে।
রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল আদালতে জানান, রাজ্য সরকার চায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক, যাতে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তবে জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এদুলজি আদালতে অভিযোগ করেন, সিবিআই তদন্তে তেমন অগ্রগতি নেই এবং রাজ্য পুলিশের ফলাফল কপি-পেস্ট করছে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট ভাষায় বলেন, “আমরা চাই না মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হোক। বিচার প্রক্রিয়া চলতে দিন। মামলা স্থানান্তরের প্রয়োজন এখন নেই।” এছাড়া তিনি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রসঙ্গে মামলাকারীকে সতর্ক করেন এবং বলেন, “সকলের হয়ে কথা বলার দাবি করবেন না। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।”
এদিন আদালত জানান, যদি প্রয়োজন হয়, জেলা বিচারক আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ নভেম্বর।
Facebook Comments