শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সংশোধনাগারে বন্দী কয়েকজন মহিলা বন্দীর গর্ভধারণের বিষয়টি আমলে নিয়েছে। বিষয়টি তদন্ত করতে সম্মত হয়ে বিচারপতি সঞ্জয় কুমার এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ সিনিয়র আইনজীবী গৌরব আগরওয়ালকে বিষয়টি খতিয়ে দেখতে এবং একটি রিপোর্ট জমা দিতে বলেছে।
আগারওয়াল সংশোধনাগার সংক্রান্ত মামলায় অ্যামিকাস কিউরি হিসাবে শীর্ষ আদালতকে সহায়তা করছেন।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই মামলার ফৌজদারি বেঞ্চে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে যেখানে অ্যামিকাস কিউরি দাবী করেছিলেন যে পশ্চিমবঙ্গের সংস্কার হোমে থাকা কিছু মহিলা বন্দী গর্ভবতী হচ্ছেন এবং ১৯৬ শিশু এই ধরনের বিভিন্ন সুবিধায় বসবাস করছে।
অ্যাডভোকেট তাপস কুমার ভাঞ্জা, যিনি ২০১৮ সালের সুওমোটু মোশনে আদালতের দ্বারা অ্যামিকাস কিউরি নিযুক্ত হয়েছিলেন, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চের সামনে এই সমস্যাগুলি এবং পরামর্শগুলি সম্বলিত একটি নোট জমা দিয়েছিলেন।
একের পর এক সংশোধনাগার পরিদর্শন করে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন আইনজীবী তাপস ভাঞ্জা। দাবী করা হচ্ছে, রাজ্যের অনেক সংশোধনাগারে মহিলা বন্দীরা গর্ভবতী হয়ে পড়ছে। এছাড়াও জন্ম হয়েছে ১৯৬টি শিশু। এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এ নিয়ে কারা অধিদপ্তরে আতঙ্ক বিরাজ করছে।
তবে জেলমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, তাঁর দফতরে এমন কোনও অভিযোগ আসেনি। কারা অধিদপ্তর সংশোধনাগার থেকে রিপোর্ট পাঠিয়েছে। তবে এ অভিযোগ মানতে নারাজ কারা আধিকারিকরা।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সংশোধনাগারের দায়িত্বে থাকা অনেক আধিকারিক বলছেন, এটা হতে পারে না। শিশুর বয়স এবং সংশোধনাগারে থাকা গর্ভবতী মহিলার অবস্থা মাথায় রাখলে এই বিষয়টি সহজেই পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, ওই নারী প্যারোলে বাড়ি গেছেন কি না তাও দেখতে হবে।
সূত্রের খবর, আলিপুর মহিলা সংশোধনাগারে প্রেসিডেন্সি, বারুইপুর, হাওড়া, হুগলি ও উলুবেড়িয়া জেল এলাকার মহিলা বন্দীরা থাকেন। তদুপরি, কেন্দ্রীয় সংশোধন কেন্দ্র বা দমদম, মেদিনীপুর, বহরমপুর, বর্ধমান, বালুরঘাটের মতো সংশোধনাগারে বা একাধিক জেলা সংশোধনাগারে পুরুষ ও মহিলাদের আলাদা করা হয়, এমনকি একটি কমপ্লেক্সে থাকলেও।
যে কোন কারণে মানুষ একে অপরের কাছাকাছি আনা হলে কারারক্ষীদের সর্বদা উপস্থিত থাকতে হয়। তারপরও প্রশ্ন থেকে যায় এটা কিভাবে হলো? এরই মধ্যে বিরোধীরা এ নিয়ে সোচ্চার হতে শুরু করেছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল জানিয়েছেন, এই বিষয়টি শীঘ্রই বিধানসভায় তোলা হবে।
Facebook Comments