পাঁচ ম্যাচ জিতে রীতিমতো উড়তে থাকা পাকিস্তানকে অবশেষে মাটিতে নামাল অস্ট্রেলিয়া। দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়ানরা। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৮১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্কাস স্টইনিস ও ম্যাথু ওয়েড। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে স্টইনিস ও ওয়েড ঝড়েই মূলত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় অজিরা।
মূলত ১৯তম ওভারের দ্বিতীয় বলে এক ক্যাচ ড্রপেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদির বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলেছিলেন অস্ট্রেলিয়ার ওয়েড। সেখানে ছিলেন হাসান আলী। কিন্তু ক্যাচটা ফেলে দিলেন তিনি। রান হলো ২। তখনও অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৮ রান।
জীবন পেয়ে আরো জ্বলে উঠলেন ওয়েড। ক্যাচ ড্রপের ফলে যে জীবন পেলেন, তাকে কাজে লাগালেন পরের তিন বলে টানা তিনটি ছক্কা মেরে। তাও শাহিন শাহ আফ্রিদির মত বোলারকে। তাতে ১ ওভার হাতে রেখেই ফাইনালের টিকিট কাটে অস্ট্রেলিয়া।
এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আফ্রিদির দুর্দান্ত সুইংয়ে বলের লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যারন ফিঞ্চ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তারা দুজনে মিলে যোগ করেন ৫১ রান।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন শাদাব। ডানহাতি এই লেগ স্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে আসিফ আলীর হাতে ক্যাচ তুলে দেন ২২ বলে ২৮ রান করা মার্শ। এদিন অবশ্য থিতু হতে পারেননি স্টিভেন স্মিথ। শাদাবের তুলে মারতে গিয়ে তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে। মার্শ ও স্মিথ ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন ওয়ার্নার।
যদিও হাফ সেঞ্চুরি তুলে নেয়ার আগে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। শাদাবের লেংথ বল খানিকটা বাউন্স করলে সেটি বুঝে উঠতে পারেননি ওয়ার্নার। তাতে রিজওয়ান ও শাদাব আবেদন করলে আউট দেন আম্পায়ার। যদিও পরবর্তীতে আলট্রাে এজে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে যায়নি। তবে ওয়ার্নার রিভিউ না নেয়ায় ৩০ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়।
শেষ দিকে দারুণ এক জুটি গড়ে তুলেন ওয়েড ও স্টইনিস। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজনে মিলে ৪১ বলে ৮১ রান যোগ করেন। ১৯তম ওভারের শেষ তিন বলে তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জেতান ওয়েড। ৫ উইকেটের জয়ের দিনে ওয়েড ৪১ এবং স্টইনিস ৪০ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন শাদাব।
এর আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই দুই ইনফর্ম ওপেনার তুলে নেন ৭১ রান। অধিনায়ক বাবর ৩৪ বলে ৩৯ রান করে ফিরে গেলেও দাপটের সঙ্গে খেলে যান অপরপ্রান্তে থাকা রিজওয়ান। তিনে নামা ফখরও এদিন ছন্দে ফেরেন।
রিজওয়ানের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন তিনি। মিচেল স্টার্কের বলে ৫২ বলে ৬৭ রান করে রিজওয়ান ফিরে গেলেও আগ্রাসী ভঙিমায় খেলে যেতে থাকেন ফখর। ৩২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫৫ রান করেন ফখর। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট স্টার্ক নেন। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।
Facebook Comments