তাহসানের গানের বিশেষ শ্রোতাদের জন্য এক কনসার্টের আয়োজন করা হয়েছে। প্রায় ৫০০ ভাগ্যবান ভক্তের জন্য তিনি গাইবেন একটি কনসার্টে।
১১ নভেম্বর রাজধানীতে গ্রামীণফোনের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মাসখানেক আগে তাহসানের অভিমান আমার গানের অ্যালবামটি জিপি মিউজিকে মুক্তি পায়। সেই সময়েই ঘোষণা দেওয়া হয়েছিল, জিপি মিউজিক থেকে যে ৫০০ শ্রোতা সবচেয়ে বেশিবার অ্যালবামের গানগুলো স্ট্রিমিং করে শুনেছেন, তাদের নিয়েই হবে তাহসানের এই কনসার্ট।
এ ব্যাপারে তাহসান বলেন, ‘একটি ভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিজয়ী শ্রোতাদের সঙ্গে কথা ও গানে আমারও ভালো সময় কাটবে।’
এই কনসার্টে নিজের পছন্দের গানের পাশাপাশি বিজয়ী ভক্ত-শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন তাহসান।
জিপি মিউজিকের পর অভিমান আমার অ্যালবামটির সব গান লিরিক ভিডিও আকারে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে তিনটি গান ইউটিউবে উঠেছে। বাকি গানগুলো উঠবে এ মাসেই।
Facebook Comments