বোলিং’এ কুলদীপ যাদব এবং ব্যাটিং’এ রোহিত শর্মা এই দুই ভারতীয়ের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করল ভারত। এদিন ৬ উইকেট নিয়ে একার হাতেই দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং শেষ করে দিলেন কুলদীপ যাদব। তার ঘূর্ণির কোন জবাব ছিল না ইংরেজদের কাছে। মূলত কুলদীপের বোলিং এর জন্যই প্রথমে ব্যাট করে মাত্র ২৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসে উল্লেখযোগ্য ভূমিকা নেন বাটলার (৫৩), স্টোকস (৫০)। বোলিং’এ কুলদীপ যাদু দেখানোর পরে ব্যাট হাতে ভারতীয় ইনিংসে যাদু দেখালেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শতরান করেছিলেন রোহিত। তার পর গতকাল আবার এক দুরন্ত সেঞ্চুরি করে দলকে জয় এনে দিলেন তিনি। এদিন ১১৪ বলে ১৩৭ রানের এক অসামান্য ইনিংস খেললেন রোহিত। ভারত অধিনায়ক বিরাট কোহলি করলেন ৮২ বলে ৭৫ রান। রোহিত ও বিরাটের রানের সৌজন্যেই মাত্র ৪০.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইন্ডিয়া।
ছবি সৌজন্যে- ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেসবুক পেজ
Comments