হলদিয়া পেট্রোকেমিক্যাল মামলা নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়ল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে, তারা অবিলম্বে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর কাছে বকেয়া ২০০০ কোটি টাকা কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেবে। এই মামলা রাজ্য সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। গত বছর সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতির বেঞ্চ একটি সালিশি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে ওই পরিমাণ অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। রাজ্য এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, কিন্তু আজ প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যকে অবিলম্বে অর্থ পরিশোধ করতে হবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল) ছিল রাজ্য সরকারের এবং টিসিজি গোষ্ঠীর যৌথ প্রকল্প। প্রায় এক দশক আগে বিতর্কের পরে টিসিজি সংস্থাটি নিয়ন্ত্রণে নেয়। তখন রাজ্য সরকার টিসিজিকে ৩২৮৫.৪৭ কোটি টাকা পরিশোধের শর্তে সহায়তা দেয়, যা ১৯ বছর ধরে দফায় দফায় দেওয়া হবে। কিন্তু ২০১৭ সালের ১ জুলাই জিএসটি চালু হওয়ার পর রাজ্য সরকার আর্থিক সহায়তা বন্ধ করে দেয়, যার ফলে টিসিজি-র অধীন এসেক্স সংস্থা রাজ্যের বিরুদ্ধে মামলা করে।
২০১৭ সালের পরবর্তী বকেয়া অর্থের দাবিতে সুপ্রিম কোর্ট গত বছর টিসিজি-র পক্ষেই রায় দেয় এবং জানায়, রাজ্যকে বাকি ২৯৬৮.৩৩ কোটি টাকা দিতে হবে, সঙ্গে ২০১৭ সালের জুলাই থেকে প্রতি তিন মাসে ৬% সুদ দিতে হবে।
Facebook Comments