বিল গেটসকে পিছনে ফেলে এবার বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স জানিয়েছে, গত সোমবার তার সম্পদের মূল্য ১৫০ বিলিয়নের মাইলফলক স্পর্শ করে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ বেড়েছে বেজোসের। এতেই তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে গেছেন।
১৯৯৯ সালে বিল গেটসের সর্বোচ্চ সম্পদের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময় তার সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। তবে বেজোস বর্তমানে গেটসের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক। বর্তমানে গেটসের সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। অবশ্য ১৯৯৬ সাল থেকে ৭০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার ও ২৯০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করেন তিনি। অবশ্য এর আগেও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছিলেন বেজোস। ২০১৭ সালে আমাজনের শেয়ারের দাম হঠাৎ বেড়ে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি শীর্ষে উঠে গিয়েছিলেন। তবে পরে আবার দ্বিতীয় স্থানে নেমে আসেন। এছাড়া গত বছর প্রতিষ্ঠানটি ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।
ব্লুমবার্গের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী হিসেবে তৃতীয় স্থানটিতে উঠে এসেছেন ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে এই স্থানটিতে ছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ। এবার তাঁর সম্পদের পরিমাণ ৮২.৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে আছেন অ্যামানসিও ওর্তেগা। ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।

ছবি সৌজন্যেঃ জেফ বেজোস ফেসবুক পেজ
Comments