ঙ্গলবার সকালে সিবিআই অফিসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই অফিসে হাজির হলেন তিনি। কলকাতার বেলেঘাটা এলাকার বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুনের ঘটনায় তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে, বেলেঘাটা বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুন4 করা হয়েছিল।
অভিজিত্ সরকারের পরিবার বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সিবিআই তদন্তের আবেদন করেছিল। এরপর আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।
2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ধর্ষণ ও খুনের অনেক অভিযোগ উঠেছে। নির্বাচনের ফল ঘোষণার দিনই কাঁকুড়গাছিতে খুন হন অভিজিত্ সরকার। বিজেপি শুরু থেকেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে।
বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনের প্রচার করতে গিয়ে তৃণমূল বিধায়ক তাঁকে হামলা ও মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। অভিজিত্ সরকার খুনের পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর পরে সিবিআই সেই এলাকা পরিদর্শন করেছিল যেখানে অভিজিত্ সরকারকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি রাজনৈতিকভাবে বেশ আলোচিত হয়েছিল এবং মৃত বিজেপি কর্মী অভিজিত্ সরকারের দাদা বিশ্বজিত্ সরকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লী গিয়েছিলেন।
সেই মামলায় স্থানীয় বিধায়ক পরেশ পালকে মে মাসের শুরুতেও তলব করেছিল সিবিআই। পরেশ দুবার সিবিআই অফিসে গিয়েছেন। সিবিআই আধিকারিকরা তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন। তৃণমূল বিধায়ক পরেশ পাল সিজিও চত্বরে সিবিআইয়ের মুখোমুখি হন। পরেশ পালের বিরুদ্ধে ‘নির্বাচন-পরবর্তী সহিংসতার’ অভিযোগ উঠেছে। অভিজিতের পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিত্ সরকারের খুনের পিছনে তৃণমূল বিধায়কের হাত রয়েছে।
Facebook Comments