রাজ্যপাল জগদীপ ধনখড় সাংবিধানিক রীতিনীতি মানছেন না অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালকে নিয়ে দলের অবস্থানের কথা জানালেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, পাঁচ জন সাংসদের স্বাক্ষরিত ছ’পাতার চিঠি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাঠিয়েছেন তাঁরা। সেই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে একধিক তথ্য তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। দাবি করা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হোক ধনখড়কে। তাঁর বিরুদ্ধে নেওয়া হোক উপযুক্ত ব্যবস্থা। পাঁচ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলী ঘোষদস্তিদার এবং সুখেন্দুশেখর রায়ের স্বাক্ষরিত ওই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবি তৃণমূলের, রাষ্ট্রপতিকে চিঠি

Facebook Comments