কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক/ মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ’ রবীন্দ্রনাথের কৃষ্ণকলি বুঝি আজকের তরুণী খোদিয়া দিওপ। যে কিনা চরম কালোকে গায়ে মেখেও হিরের দ্যুতির মত। তাঁর এমন গাত্রবর্ন টলিয়ে দিয়েছে তথাকথিত মডেল দুনিয়াকে।
সেনেগালিজ তরুণীর শৈশব কেটেছিল চরম অবহেলায়। গায়ের রং কালো বলে তুচ্ছতার তলানিতে গিয়ে ঠেকেছিল তাঁর জীবন। স্কুল থেকেও মিলেছিল অবহেলা। মা ও বোনের সঙ্গে থেকে বেড়ে ওঠা কিশোরী আজ বহু মেয়ের রোল মডেল। আত্মবিশ্বাসী খোদিয়া আজ তাঁর কালোগাত্র নিয়েও খুশি। মাত্র ২০ বছর বয়সে প্যারিস নিউইয়র্ক কাঁপাচ্ছেন এই তরুণী। নিজেকে ‘মেলানিন গডেস’ বলে পরিচয় দেন এই আফ্রিকান মডেল।
সারা দুনিয়া যখন শ্বেত ত্বকের পেছনে ছুটছে সেখানেই খোদিয়া এক অপূর্ব নিদর্শন। তাঁর অপরিসীম কালো রূপ প্রমাণ করে দেয়, ঈশ্বরের সৃষ্টি কখনই অভিশাপ হয়না। তা আশির্বাদের। খোদিয়ার এই জয় মানে শুধু তাঁর নয়, বিশ্বের সমস্ত শ্যামলা ও কালোগাত্র মেয়ের জয়।
photo- African celebs. // wetpaint.com
Facebook Comments