১৪ ফেব্রুয়ারি মানে সবার মনে হয় আজ ভ্যালেন্টাইন্স ডে অর্থাত্ ভালোবাসার দিন। কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখা উচিত এই দিনেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশের ৪০ জন বীর যোদ্ধারা নিজেদের প্রাণ দিয়েছিলেন। ঠিক এই দিনেই ২০১৯ সালে পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সেনাদের কনভয় ঢুকে আইইডি বিস্ফোরণ ঘটায়। যার ফলে ৪০ জন বীর যোদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দেশ হারিয়েছে তার ৪০ জন বীর যোদ্ধাকে। তাদের স্মরণে আজ ভারতবর্ষে “ব্ল্যাক ডে” হিসাবে পালিত হয়। আজ তার দ্বিতীয় বর্ষ পূরণ করল দেশ। এই ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জইশ) সন্ত্রাসবাদী আদিল আহমেদ দার। এরপরেই শীঘ্রই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন নয়াদিল্লি পরবর্তীতে বালাকোটের একটি জইশ সামরিক ঘাঁটি ক্যাম্পে পাল্টা বিমান হামলা চালায়।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দ্বিতীয় বার্ষিকীতে সিআরপিএফ জওয়ানদের বলিদানের কথা স্মরণ করেছেন নেটিজেনরা:
সাহসী হৃদয়ের আত্মত্যাগের কথা স্মরণ করে নেট নাগরিকরা জাতির জন্য জীবন দেওয়া সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় নেমে আসেন। #PulwamaAttack বর্তমানে প্রায় ২৫,০০০ টুইট এর মাধ্যমে আলোচিত হচ্ছে। “যেদিন ভারত ৪৪ জন সিআরপিএফ জওয়ানকে হারিয়েছে। পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ২ বছর: আমরা কখনো ভুলবো না এবং কখনো ক্ষমা করব না! #PulwamaAttack,” একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন। একজন ব্যবহারকারী এই সন্ত্রাসী হামলাকে সারা ভারত কেঁদে ওঠে। গোটা দেশের সঙ্গে স্মরণ করছি আমরাও।
আজ পুলওয়ামা হামলার দ্বিতীয় বার্ষিকী

Facebook Comments