রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সম্মান জানাতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একইসঙ্গে কলকাতায় ভোট হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর বলেন, “মমতার সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে।” তিনি বলেন, “৫৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। মমতার ছায়ায় বাংলায় নারীরা নিরাপদ নয়।”
बंगाल में अपने जीवन पर खेल कर एक तानाशाह मुख्यमंत्री के ख़िलाफ़ मोर्चा खोलने वाले सभी भाजपा कार्यकर्ताओं को मेरा नमन-वंदन… pic.twitter.com/pvfRZUhyzI
— Anurag Thakur (@ianuragthakur) July 29, 2023
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “মণিপুরের থেকে বাংলায় বেশি হিংসার ঘটনা ঘটছে। বাংলায় সহিংসতার ঘটনা দেখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অবস্থা এমন যে, নারীরা ঘর থেকে বের হচ্ছে না, আপনারা চুপ কেন? আপনারা লোকজন পুলিশের তরফ থেকে অ্যাকশনের অনুমতি দেন না। এ কারণে বাংলায় বেশি হিংসার ঘটনা ঘটছে।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, “I-N-D-I-A জোটের যে সাংসদরা মণিপুরে গিয়েছেন, তারা শুধুই একটা প্রদর্শনী। তিনি মণিপুর থেকে ফিরে এলে আমি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে অনুরোধ করব তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। আমি অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি রাজ্যে নারীদের প্রতি অত্যাচারের সাথে একমত কিনা। রাজস্থানে, যেখানে খুন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়, সেখানে বিরোধীরা যাননি। I-N-D-I-A জোট কি রাজস্থানেও যাবে?”
পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানাতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁকে স্বাগত জানিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তিনি প্রথমে হুগলির কামারপুকুরে যান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। জানা যায়, অনুরাগ ঠাকুর খানাকুলে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সম্মান জানাবেন।
সূত্রঃ প্রেসকার্ড
ছবিঃ ANI
Facebook Comments