লন্ডন ব্রিজে শুক্রবার (২৯ নভেম্বর) এক ব্যক্তির ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। পরবর্তীকালে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন হামলাকারী। ইতোমধ্যে ওই হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজে হামলা চালানো ওই ব্যক্তি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার নাম ওসমান খান। বয়স ২৮ বছর। তিনি থাকতেন যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারে।
পুলিশ আরও বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালে শাস্তি হয় ওসমান খানের। প্রায় ৬ বছর কারাগারেই কাটাতে হয়েছে তাকে। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় ওসমান।
তবে হামলাকারীর পরিচয় জানালেও এখন পর্যন্ত হামলার কারণ প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই জানায়নি ব্রিটিশ পুলিশ।
এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে হামলা চালায় ওসমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ওসমানের। এক পর্যায়ে পুলিশ তার ওপর গুলি চালায়।
ছবি সংগৃহিত
Comments