বিয়ের পর এখন গুছিয়ে সংসার করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুস্কা শর্মা। দুজনের সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই এটা বোঝা যায়। অনুস্কা বিয়ের আগে যেমন বিরাটকে উৎসাহ দিতে নিয়মিত মাঠে আসতেন বিয়ের পরেও তার কোন পরিবর্তন ঘটেনি। এই আইপিএলে বিরাটের প্রায় প্রতিটি ম্যাচেই মাঠে হাজির থেকেছেন অনুস্কা। এবার বর্ষসেরা পুরস্কার প্রদানের মঞ্চেও তার কোন অনথ্যা ঘটল না। গত দুই মরসুমের জন্য দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। গত বছর এই অনুষ্ঠান হয়নি। তাই এই বছর দুই মরসুমের পরস্কার দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ব্যাঙ্গালোরে বসেছিল এই পুরস্কার প্রদানের আসর। সেখানে যথারীতি অনুস্কাকে নিয়ে হাজির হলেন ভিকে। শুধু এলেনই না, সকলের নজরও কাড়লেন সমানভাবে। দুজনেই এদিন কালো পোশাকে সেজে এসেছিলেন। এদিন বিরাটের হাতে পলি উমড়িগড় ট্রফি তুলে দেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। পুরস্কার নেওয়ার পরে কোহলি বলেন, “আমার কাছে এই পুরস্কার নেওয়াটা সত্যিই একটি বিশেষ আনন্দের মুহূর্ত। কেননা এই প্রথমবার আমার স্ত্রীও এসেছে এই অনুষ্ঠানে”।
ছবি সৌজন্যে- ইন্ডিয়ান এক্সপ্রেস
Comments