হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানোয় সেখানে কিছুদিন আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ইউনুস সরকার। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠেছে। এরপর থেকেই এর নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “যেকোনও ধর্মের মানুষের উপর অত্যাচারের ঘটনা নিন্দনীয়। অন্য দেশেও যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে আমরা সেটাকেও সমর্থন করি না।” তবে আন্তর্জাতিক বিষয়ে রাজ্য যে কিছু বলবে না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “এই বিষয়টি দিল্লীর। তাই এই ব্যাপারে রাজ্য কোনও মন্তব্য করবে না। আমার সরকারের পলিসি হল অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব”, বক্তব্য তাঁর।
প্রসঙ্গত, এই সংক্রান্ত বিষয়ে বুধবার দিল্লী থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলাদেশে এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে সেটা সম্পূর্ণভাবেই দিল্লির সরকার ঠিক করবে। এটা আন্তর্জাতিক বিষয়। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নয়াদিল্লী তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে সেটাই তৃণমূলের অবস্থান হবে। জানা গিয়েছে, বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের ইসকন প্রধানের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা।
Facebook Comments