Latest News

দিঘা উপকূলে আছড়ে পড়ল ঝড়, চলছে তান্ডব What's New Life 🇬🇧 ২০২১ পর্যন্ত অনলাইন ক্লাস নেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় 🎓 What's New Life আমফানের জেরে জরুরী ছাড়া বিদ্যুৎ পরিসেবা বন্ধের নির্দেশ What's New Life 🌪️ ‘সুপার সাইক্লোন’ আম্ফানের জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলায় শুরু বৃষ্টি, বন্ধ বিমানবন্দর What's New Life 🇮🇳 দেশজুড়ে আবারো এক দিনে ৫০০০ ওপর করোনা 🦠আক্রান্ত, মোট আক্রান্ত ১,৬,৭৫০ What's New Life 🌪️ ঝোড়ো হাওয়া এবং ভারি বর্ষণ ওড়িশার উপকূলীয় এলাকায় What's New Life গোটা রাতই নবান্নে থাকার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের What's New Life রাজ্যে নতুন করে করোনা🦠 আক্রান্ত ১৩৬, মৃত ৬ What's New Life SATISFY YOUR TASTE-BUDS WITH THE DELICACIES FROM OCEAN GRILL 🍽️ What's New Life শ্রীনগরে এনকাউন্টারে খতম ২ হিজবুল জঙ্গী What's New Life

সাপ্তাহিক লগ্নফল ১৭ই জুন থেকে ২৩শে জুন

ভাগ্যের ব্যাঙ্কে কি রয়েছে এই সপ্তাহে আপনার জন্যে? কিপাবেন আর কি বা হারাতে চলেছেন। পড়াশোনায় আসবে কি সাফল্য বা আসবে কি চাকরির অফার লেটার? জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর এই সপ্তাহের লগ্নফলে।

১৭ই জুন থেকে ২৩শে জুন

মেষ লগ্ন– পেশাগত উন্নতি ও অগ্রগতি হবে। ধনবৃদ্ধি হবে। ধনাগম যোগ রয়েছে তবে কিছু দরকারী খরচাও হবে। ভ্রাতা/ভগিনী হতে লাভ। অধস্তন কর্মচারীদের সহায়তা লাভ। শখ ও রুচিশীল সৌখিন মানসিকতার বৃদ্ধি। সুন্দর দ্রব্যাদি ক্রয়ের প্রবৃত্তি। সম্পত্তিক্রয়ের চিন্তাভাবনা। ভোগবাসনা বৃদ্ধি। প্রেমীক মানসিকতা। ভালবাসায় মতবিবাদের যোগ। দাম্পত্য প্রেমবৃদ্ধি তবে কিছু জটিলতা ও অভিমান হবে। বুঝে শুনে লোকের উপকার করবেন নাহলে দুর্নাম পাবেন। ছাই ও লাল রঙ অতি শুভ। মঙ্গল ও শনিবার শুভ কর্মাদি করুন।

বৃষ লগ্ন– নব উদ্যোগ। সাহস ও জেদি মানসিকতা। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধিতে উন্নতির সম্ভাবনা। পেশাগত কিছু দুশ্চিন্তা থাকবে। শুত্রু উপদ্রব হতে পারে। প্রেমে নব যোগাযোগ আনন্দ দেবে। ভালবাসায় রোমান্স বাড়বে। দাম্পত্য ভোগসুখ বাড়বে ও সুখ অনুভব পাবেন। বয়সে বড় এমন কারোর ব্যবহারে দুশ্চিন্তায় থাকবেন। সম্পত্তিগত কোন সমস্যার সমাধানের বিষয়ে উদ্যোগী হতে পারেন। বাসন্তী ও অলিভ গ্রিন রঙ শুভ।  নীল রঙ বর্জন করুন। শনিবার কোন শুভ কর্ম করবেন না। বুধবার শুভ কর্মাদি করুন।

মিথুন লগ্ন– সৎসাহস। দ্বিধাগ্রস্ততা। নিজস্ব প্রতিভায় উন্নতি করবেন। ছোট ভ্রাতা/ভগিনীকে সাহায্য করবেন এবং তার উন্নতির প্রচেষ্টা করবেন। প্রেমে সফল হবেন এবং ভালবাসায় উগ্র ভোগবাসনা বৃদ্ধি হবে। দাম্পত্য সুখের মাঝখানে হঠাৎ মতবিরোধ ও বিবাদ সম্ভাবনা। পান ভোজনে আনদ করবেন। ধনাগম হলীও শখের জন্য ব্যয় বাড়বে। কিছু প্রাপ্তিতে অহেতুক বিলম্ব হতে পারে। কালো ও হলুদ রঙ অতি শুভ। বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন।

কর্কট লগ্ন– ভোগ বাসনা বৃদ্ধি। পানভোজনে সুখ খুঁজে পেতে পারেন। ধনব্যয় বাড়বে। কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। প্রেমে হঠাৎ বিকর্ষণ ও শত্রুতা হতে পারে। প্রেমঘটিত বিবাহের বিষয়ে ভাবতে পারেন। নতুন ক্রিয়েটিভ কিছু করার চিন্তাভাবনা করতে পারেন। হঠাৎ কোনও মহিলার সাথে শত্রুতার সৃষ্টি হতে পারে। ডিপ লাল ও গোলাপী ব্যবহারে মনের জোর বাড়বে ও কিছু শুভ ফল পেতে পারেন। পেশাগত শুভাশুভ মিশ্রফল লাভ হবে। সবুজ রঙ ব্যবহার পুরো বর্জন করুন। রবি ও মঙ্গলবার শুভ কর্মাদি করুন।

সিংহ লগ্ন– কর্মন্নোতি ও অর্থন্নোতির প্রচেষ্টা বৃদ্ধি। কর্মসংক্রান্ত দুশ্চিন্তা ও কিছু বাধা। ধনাগম ও ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি। ভ্রমণযোগ। ভ্রাতা/ভগিনী সাথে বিরোধ বা কষ্ট বা সম্পর্কের অবনতি। গুপ্ত শত্রু উপদ্রব। বয়সে বড় কারোর সাথে মত বিরোধ। প্রেমে বিবাদ, বিরোধ ও ভালবাসা চলতে থাকবে। সম্ভবস্থলে প্রেম বিবাহের কথা ভাবনাচিন্তা ও অগ্রগতি। বন্ধু/বান্ধবী বা পরিচিতের সাথে শত্রুতা ও বিবাদযোগ। আকাশী ও পাতা সবুজ রঙ শুভ। বুধবার শুভ কর্মাদি করুন।

কন্যা লগ্ন– কর্মন্নোতি ও অর্থন্নোতি, সৌভাগ্যবৃদ্ধি, সঞ্চয়বৃদ্ধি। ধনাগম হবে কিন্তু হঠাৎ খরচাও হবে মনের ইচ্ছেপুরনের জন্য। ভ্রমণযোগ। ভ্রাতা/ভগিনী হতে মানসিক কিছু কষ্টভোগ হলেও লাভ। প্রেমে সুযোগ থাকবে, গোপন প্রেমে যুক্ত হতে পারেন। মনের দ্বিধাগ্রস্ততা প্রেমে বাঁধা হতে পারে। দাম্পত্য আনন্দ পাবেন। জীবনসঙ্গীর শখ পূরণে খরচা হতে পারে। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন। কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন। শখ ও সৌখিনতা বাড়বে। বন্ধু/বান্ধবী বা পরিচিত ব্যক্তি সুত্রে লাভ করবেন। কালো ও দুধ সাদা রঙ শুভ। শুক্রবার শুভ।

তুলা লগ্ন– উদার মনোবৃত্তি। ধনব্যায়। কর্মের উন্নতির প্রচেষ্টা বৃদ্ধি। কর্মন্নোতি। নব কর্মের শুরু বা কর্ম/কর্মস্থল পরিবর্তনের চিন্তা ভাবনা। ধনাগম। শত্রুবিজয় ও নানা সাফল্য। নব যোগাযোগে উন্নতি সম্ভাবনা। প্রেমে গোপনীয়তা রক্ষা ও একাধিক সুযোগ। দাম্পত্যে অভিমানী ভালবাসা। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে চিন্তা। গোলাপী ও সাদা রঙ অতি শুভ। রবি ও শুক্রবার অতি শুভ।

বৃশ্চিক লগ্ন– মানসিক দুশ্চিন্তা ও কিছু হতাশা। কর্ম ও আর্থিক বিষয়ে উদ্বেগ সত্ত্বেও উন্নতি। শত্রু উপদ্রব। ধনব্যয় বৃদ্ধি। ভ্রাতা/ভগিনীর জন্য মনঃকষ্ট ভোগ। ভ্রমণযোগ। আকস্মিক কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। বন্ধুবান্ধব/বান্ধবী হতে সাবধান, ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমে জটিল পরিস্থিতি বজায় থাকবে। দাম্পত্য উষ্ণতা বাড়বে।

ধনু লগ্ন– স্বাধীন মনোভাবের প্রকাশ। কর্মের শাখাপ্রশাখা বিস্তারের চিন্তা। পেশাগত উন্নতি ও শুভ যোগাযোগের উন্নতি। ধনাগম। ভালবাসায় সাফল্যের সাথে অগ্রগতি। গুপ্ত প্রনয়ে আনন্দ। দাম্পত্য সুখ ও প্রেমবৃদ্ধি। সন্তানের উন্নতির বিষয়ে উদ্যোগ ও চিন্তাভাবনা। পেটজ পীড়া ও ব্যাধির সম্ভাবনা। বন্ধুবান্ধবী ও পরিচিত মানুষদের সাথে সম্পর্কের উন্নতি। সোনালী খুব শুভ রঙ। সম্পদ ও সম্পত্তিবৃদ্ধির উদ্যোগ। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কর্ম করুন।

মকর লগ্ন– স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ ভোগ হতে পারে। শত্রু উপদ্রব বাড়বে। বিপদ যোগ। সম্ভব স্থলে বিবাহের কথাবার্তায় অগ্রগতি। প্রেমে কিছু দুশ্চিন্তাযুক্ত মুহূর্ত কাটিয়ে আনন্দ লাভ। দাম্পত্যভোগ সুখ ও প্রেমবৃদ্ধি। পেশাগত অগ্রগতি ও শুভফল লাভ। পেট বা গুপ্ত অঙ্গের কোনও রোগে ভুগতে পারেন বাআ আঘাত পেতে পারেন। পিতা বা গুরুজনদের সাথে বিরোধ হতে পারে। খেলাধুলায় আগ্রহ বাড়বে। হঠাৎ কিছু অর্থ হাত থেকে বেরিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজ করুন। লাল রঙ ব্যবহারে কিছু অশুভত্ব ঘটবে।

কুম্ভ লগ্ন– ধনাগম। স্বাস্থ্য নিয়ে সচেতন ত্থাকুন। পেশাগত কিছু দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভ্রমণ চিন্তা। প্রেম বিবাহের কথাবার্তা। গুপ্ত প্রণয় ভাবনা। দাম্পত্য ভোগসুখ ও আনন্দ। পারিবারিক বিবাদ। বন্ধু/বান্ধবী ও নিকটস্থ পরিচিত মানুষ হতে কষ্ট পেতে পারেন। গাড়ী সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে। হার্টের কোন সমস্যায় ভুগতে পারেন। শনিবার শুভ কর্মাদি করুন।

মীন লগ্ন– পেশাগত ও অর্থসংক্রান্ত সফলতা পাবেন। ধনসঞ্চয় বাড়বে। গৃহে আত্মীয় সসমাগম হতে পারে। নতুন কোনও বিনিয়োগ করার ব্যাপারে ভাবতে পারেন। পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে। প্রেমে রোমান্স বৃদ্ধি ও আনন্দ পাবেন। দাম্পত্য মতবিরোধ ও অভিমান থাকবেই এবং সেটি মানিয়ে চললেই ভাল করবেন। সন্তানের কোনও সুফল আশা করতে পারেন। শুত্রু বিজয় হবেই। প্রণয়ের প্রচুর সুযোগ বাড়বে। পেশাগত নতুন যোগাযোগ ভবিষ্যতের উন্নতির রাস্তা খুলতে পারে। শারীরিক পীড়া ও বিপদ হতে সচেতন থাকুন। নীল ও লাল অতি শুভ রঙ। মঙ্গলবার শুভ কর্মাদি করুন।

Facebook Comments

KOLKATA WEATHER
Thappad Shubh Mangal jyada Saavdhan Bhoot Love Aaj Kal Porshu Love Aaj Kal (लव आज कल 2) Professor Shonku Bombshell The Grudge অসুর রবিবার Sanjhbati
What's New Life