Latest News

নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন 'চৌকিদার চোর হ্যায়' প্রচারের বিজ্ঞাপন What's New Life অবশেষে বাড়ি ফিরবে ৯ ইঞ্চির ছোট্ট কনোর What's New Life নেপাল স্যাট-১ এর সফল উৎক্ষেপণ What's New Life সৌদিতে মহিলা উবার ড্রাইভার What's New Life ঘরোয়া উপায়ে দূর করুন পায়ের দুর্গন্ধ What's New Life নিষিদ্ধ হলো টিকটক অ্যাপ What's New Life ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে সিএসকের বিরুদ্ধে বড় জয় হায়দ্রাবাদের What's New Life প্রায় ৪০০০ স্ক্রিনে মুক্তি পেল অভিষেক বর্মা পরিচালিত ছবি ‘কলঙ্ক’ What's New Life আচমকাই ঝড়ো হাওয়া, বৃষ্টিতে নিহত ৩২ What's New Life সাময়িকভাবে কার্যক্রম বন্ধ জেট এয়ারওয়েজের What's New Life
সাপ্তাহিক লগ্নফল

এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে ? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে ? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ ? উত্তর জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী  অরূপ ভট্টাচার্য্যর কলমে “ সাপ্তাহিক লগ্নফল”।

৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি

মেষ
শত্রু উপদ্রব বাড়তে পারে। ধন ক্ষতি বা খরচা বাড়বে।ভ্রমণ চিন্তা। সাহসিকতা প্রকাশ। প্রেমে নতুন যোগাযোগ বা পুরনো প্রেমের যোগাযোগ। দাম্পত্যে মতপার্থক্য সমঝোতা মূলক মনোভাব। পেশাগত নব যোগাযোগ বৃদ্ধি হতে পারে। জীবিকায় দুশ্চিন্তা বৃদ্ধি। কর্মস্থলের শত্রুতা হতে সাবধানে থাকুন। শিক্ষার্জনে বিঘ্নের মধ্যে অগ্রগতি। লাইট ব্লু রঙ শুভ। শনিবার শুভ কর্মাদি করুন। লাল রং কম ব্যবহার করুন। স্বাস্থ্যহানি।

বৃষ
নতুন যোগাযোগ বৃদ্ধি। পেশাগত দুর্ভাবনা চলবে। পারিবারিক কলহের সম্ভাবনা। গৃহের শত্রুরা চিন্তায় রাখবে। বন্ধু-বান্ধবীদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা তাদের ব্যবহারে আঘাত পেতে পারেন। বিদ্যার্জনে বাঁধা থাকবে। মানসিক চঞ্চলতাও হবে। প্রেমে চিন্তা বাড়বে। গুপ্ত প্রেমের হাতছানি পাবেন। দাম্পত্যে আনন্দ ও সুখ। হঠাৎ মাথা গরম হয়ে পড়তে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। লাল রং অতি শুভ। মঙ্গলবার শুভ কর্মাদি করুন। ভুল করেও নীল রং বেশি ব্যবহার করবেন না।

মিথুন
নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে। অর্থাগম হলেও ব্যয় চলবে। কিছু যোগাযোগ ও প্রচেষ্টাতে ভবিষ্যতে লাভবান হবেন। কর্ম ক্ষেত্রে শত্রুতা ও সমালোচনার সম্মুখীন হতে পারেন। প্রেমে কষ্ট পাবেন। দাম্পত্যে হঠাৎ বিবাদ ও সাময়িক কষ্ট থাকবে। বিদ্যার্জনের চঞ্চলতা অস্থিরতা হবে। পারিবারিক শ্রীবৃদ্ধি যোগ। পরিচিতদের সাথে কাছাকাছি মল বা কোন সিনেমাতে যাওয়ার পরিকল্পনা। হঠাৎ মানসিক অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা। blood-red রং শুভ। ও মঙ্গলবার শুভ কর্মাদি করুন।

কর্কট
নিজের দক্ষতা দেখিয়ে জীবিকায় শুভ ফলাফল পাবেন। শখ ও পছন্দের মানুষের জন্যই খরচা করবেন। বন্ধু-বান্ধবীর সংখ্যা বাড়বে। প্রেমে আকর্ষণ ও আগ্রহ বৃদ্ধি হবে। নব সম্পর্ক তৈরীর সুযোগ আসতে পারে। দাম্পত্যে মনঃকষ্ট ও সন্দেহ। জীবনসঙ্গীর স্বাস্থ্য উদ্বেগ সম্ভাবনা। বিদ্যার্জনে পারদর্শিতা দেখাবেন। মিডিয়ার (প্রিন্ট ও স্টিলের) সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ। ভ্রাতা ও ভগিনী হতে মনঃকষ্ট। লাল ও দুধ সাদা রং শুভ। শুক্রবার শুভ কর্মাদি করুন। নেভি ব্লু রং দয়া করে ব্যবহার করবেন না।

সিংহ
সৌখিন চিন্তাধারা। নরম পরপোকারী মানসিকতা। পেশাগত শুভ অগ্রগতি হবে তবে চিন্তা বৃদ্ধি। ধনব্যায়। প্রেমে চাতুড়ির প্রয়োগের কার্যসিদ্ধির প্রচেষ্টা। দাম্পত্য পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। পেটজ গ্যাস বা পীড়া। সন্তানের জন্য দুশ্চিন্তা। বিদ্যার্জনে শুভ। গৃহসজ্জা বা গৃহ সংস্কারের ভাবনা। বন্ধু বান্ধবী বা পরিচিত কারও হতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা বা তাদের সঙ্গে বিরোধ। গোলাপী ও স্কাই ব্লু শুভ রঙ।বুধবার শুভ কর্মাদি করুন।

কন্যা
পেশাগত দুর্ভাবনা। ধন সঞ্চয়ের প্রচেষ্টা থাকলেও ব্যয় হবে। জীবনে উন্নতির প্রচেষ্টা বাড়াতে পারেন। মানসিক দুশ্চিন্তা বাড়বে। পারিবারিক সদস্য বা বন্ধু-বান্ধবীদের আচরণে মনোকষ্টে থাকতে পারেন। প্রেমের বিষয়ে চিন্তান্বিত থাকবেন। দাম্পত্য জীবন সঙ্গীর হঠাৎ অভিমান বা মাথা গরম হবে। শিক্ষায় অলসতা বিঘ্ন দেবে। কিছু কঠিন সিদ্ধান্তে ভবিষ্যতে লাভ পাবেন। সম্পর্ক নিয়ে মন কষ্ট পেতে পারেন। সাদা ও কালো রঙ শুভ। বুধবার শুভ কর্মাদি করুন।

তুলা
মিষ্টি কথায় বাজিমাত করবেন। ধন লাভের সম্ভাবনা তবে অর্থ নিয়ে চিন্তাও থাকবে। দাম্পত্য কলহ। প্রেম সম্পর্কের উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি। ভালো সুস্বাদু খাদ্য দ্রব্যের বিষয়ে আগ্রহী হবেন। ব্যবসায়িক সঙ্গীদের সাথে মতবিরোধ। পেশাগত দক্ষতায় শুভ ফল পেতে পারেন। কাছাকাছি মলে গিয়ে আনন্দ করার বিষয়ে ভাববেন। শিক্ষার্জনে চঞ্চলতা দেখাবেন। বন্ধু-বান্ধবী কারোর ব্যবহারে বিরক্ত হবেন। গোলাপী অতি শুভ রং। রবিবার শুভ কর্মাদি করুন।

বৃশ্চিক
সাহসী সিদ্ধান্ত। পেশাগত দুশ্চিন্তা থাকলেও শুভ উন্নতি যোগ রয়েছে। ধন সঞ্চয়। বিশেষ প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হবে। বিদ্যার্জনের শুভ। প্রেমে সাহস দেখাতে পারেন ও ভোগবাসনা বারবে। দাম্পত্যে সুখ পাবেন। গুপ্ত শত্রুরা অজান্তে ক্ষতির চেষ্টা করবে। বন্ধু বান্ধবীর জন্য খরচা করেও সমালোচিত হবেন। শুভ রং সবুজ, গোলাপী ও কমলা। বুধবার কর্মাদি করুন।

ধনু
পেশাগত দুর্ভাবনার মধ্যে অশুভ ফল লাভ হবে। ধন সঞ্চয়ের প্রচেষ্টা থাকবে। নিজস্ব দক্ষতা দেখিয়ে অন্যদের চমৎকৃত করতে পারেন। বন্ধু বান্ধবীদের জন্য স্বার্থত্যাগ করবেন। পরিচিত মানুষদের মধ্যে বিনা কারণে সমালোচিত হবেন। বিদ্যার্জনে শুভ অগ্রগতি হবে। প্রেমে বিঘ্ন আসবে। দাম্পত্যে পারস্পরিক আকর্ষণ থাকবে। বিনিয়োগের সুযোগ আসলে এই সময় না বিনিয়োগ করাই ভালো। আকস্মিক মানসিক অবসাদ গ্রাস করতে পারে। ব্যয় বৃদ্ধি হঠাৎ হতে পারে। ছাই ও ধূসর রঙ শুভ। বুধবার শুভ কর্মাদি করুন।

মকর
স্বাস্থ্য উদ্বেগ দিতে পারে। খরচা হবে কিন্তু লাভ হবে। পেশাগত উন্নতি ও সৌভাগ্য বাড়বে। বন্ধু-বান্ধবীর সংখ্যা কমাতে পারেন। শিক্ষার্জনে অমনোযোগ। প্রেমের জোয়ার আসার ইঙ্গিত পেতে পারেন এই ব্যাপারে প্রচেষ্টা করলে ভালো ফল হতে পারে। দাম্পত্য সুখ থাকবে। শেয়ারে বিনিয়োগের এটাই শুভ সময়। সন্তানের সুকর্মে আনন্দিত হতে পারেন। হলুদ, সাদা অতি শুভ রং। বৃহস্পতিবার ও শুক্রবার শুভ কর্মাদি করুন।

কুম্ভ
কর্মোন্নতি অর্থোন্নতির সুযোগ রয়েছে। প্রেমের আনন্দ পাবেন। দাম্পত্যে ভোগসুখ থাকবে। পারিবারিক শ্রীবৃদ্ধি ও সুখানুভব হবে। বন্ধু-বান্ধবীদের সহযোগিতা পাবেন। গুপ্ত শত্রুরা কিন্তু ক্ষতির চেষ্টায় থাকবে। গাড়ি কেনার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। ভ্রাতা ভগিনী স্বাস্থ্য উদ্বেগ দেখা দিতে পারে। শিক্ষার্জনে সফল হবেন। ডিপ ব্লু ও সবুজ অতি শুভ রং। অপ্রত্যাশিত লাভ হতে পারে। বুধবার শুভ কর্মাদি করুন।

মীন
পেশাগত শুভফল পাবেন। ধনব্যায় হবে হঠাৎ অর্থাগম হতে পারে। পারিবারিক সদস্যদের সহযোগিতা পাবেন। বন্ধু-বান্ধবীরা পাশে থাকবে। প্রেমে আনন্দ ও বিষাদ দুই হবে। দাম্পত্য সুখ হবে আপনার এডজাস্ট করার ক্ষমতার জন্যই। শত্রু ধ্বংস হওয়ার শুভ যোগ। শিক্ষার্জনে শুভ। কিছু মানুষের সমালোচনার শিকার হবেন। কোথাও বিনিয়োগের সময় নয় এটা। সবুজ, কমলা অতি শুভ রং। বৃহস্পতিবার ও বুধবার শুভ কর্মাদি করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Luka Chuppi Badla Mukherjee Dar Bou Captain Marvel Kesari Shankar Mudi Mon Jaane Na How To Train Your Dragon: The Hidden World Junglee Sweater Dumbo The Least Of These
What's New Life
Inline
Inline