Latest News

ইরান ধ্বংস হয়ে যাবে যুদ্ধে জড়ালে : ট্রাম্প What's New Life শুরু হয়েছে ‘সড়ক-২’-এর শ্যুটিং, উচ্ছ্বসিত আলিয়া What's New Life কীভাবে তৈরি করবেন লিচুর শরবত What's New Life অস্ট্রেলিয়ায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন স্কট মরিসনের What's New Life ব্রাজিলে সন্ত্রাসী হামলায় নিহত ১১ What's New Life এক্সিট পোল সব গুজব : মমতা বন্দ্যোপাধ্যায় What's New Life সমলিঙ্গের বিয়েকে এশিয়ায় প্রথম বৈধতা দিল তাইওয়ান What's New Life ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে সমুদ্রসীমায় মার্কিন রণতরি What's New Life ফের ক্ষমতায় আসছেন মোদি সমীক্ষা আইপিএসওএস এর What's New Life আজ থেকে শুরু বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম What's New Life
সাপ্তাহিক লগ্নফল – ৮ই জুলাই থেকে ১৪ই জুলাই

ভাগ্যের ব্যাঙ্কে কি রয়েছে এই সপ্তাহে আপনার জন্য? কি পাবেন আর কি বা হারাতে চলেছেন। পড়াশোনায় আসবে কি সাফল্য বা আসবে কি চাকরির অফার লেটার? জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর এই সপ্তাহের লগ্নফলে।

তারিখ- ৮ই জুলাই থেকে ১৪ই জুলাই

মেষ লগ্ন – পেশাগত উন্নতির সুযোগ বাড়বে। সম্মান পাবেন, কাজে লাগান। ধনাগম হবে কিন্তু মনের ইচ্ছা মেটাতে বা আনন্দ উপভোগ করতে ধনব্যয় হবে। কোন দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন। নতুন্ন বন্ধু/বান্ধবী বা পরিচিতি বাড়বে। ইতস্তত ভ্রমণ হবে। গৃহগত বা পরিচিতি গত শত্রু উপদ্রবের যোগ। শিক্ষাক্ষেত্রে নব যোগাযোগ বৃদ্ধিতে লাভ। প্রেম প্রীতিতে আগ্রহ বাড়বে। প্রেমিক প্রবৃত্তির বিকাশ ও রোমান্স প্রাপ্তি হবে। আমোদ প্রমোদে আনন্দ পাবেন। আত্মবিশ্বাস বাড়বে তবে কিছু ক্ষেত্রে দ্বিধাগ্রস্ততাও থাকবে। দাম্পত্যে প্রেম ও ভালোবাসা পাবেন। সাদা ও ছাই রঙ শুভ। শনিবার শুভ কর্মাদি করুন।

বৃষ লগ্ন – ক্রিয়েটিভ ও আর্টিস্টিক কর্মে আগ্রহী হবেন। পেশাগত দুশ্চিন্তা ভোগ হবে। কিছু ধনাগম যোগ রয়েছে। খরচাও বাড়বে। সন্তানের ব্যাপারে চিন্তিত হবেন। প্রেমে নতুন যোগাযোগ আনন্দ বাড়াবে। ভালোবাসায় কিছু জটিলতার সম্মুখীন হতে হবে। গাড়ি সংক্রান্ত কিছু সুখবরের জন্য ভাবতে পারেন। মনোহর দ্রব্যাদি লাভ বা ক্রয় করতে পারেন। মহিলা বান্ধবীর সংখ্যা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষায় কিছু বিঘ্নের সম্মুখীন হতে পারেন। দাম্পত্যে মন কষাকষি ও প্রেম উভয়ই থাকবে। সৌখিনতা ও রুচিশীলতা বাড়বে ও তার শখ মেটাতে খরচা বৃদ্ধি হতে পারে। বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন। নীল ও সোনালী রঙ শুভ।

মিথুন লগ্ন – বাকচাতুর্যে কাজ হাসিল করবেন। আত্মবিশ্বাস বাড়বে। সুস্বাদু খাদ্য ও পানীয় গ্রহণ করে আনন্দ পাবেন। কর্মে উন্নতি হবে। গৃহে আত্মীয় পরিজনের সমাগম হতে পারে। প্রেমে পুরনো কোন যোগাযোগ ফিরে পেতে পারেন এছাড়াও ভালোবাসায় সফলতা পাবেন। দাম্পত্যে কিছু হতাশা থাকলেও সুখ পাবেন। সন্তানের বিষয়ে শুভফল আশা করতে পারেন। শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন। খেলাধুলা ও আমোদ প্রমোদ ও প্রেম ঘটিত ব্যাপারে বেশি আগ্রহী হবেন। বৃহস্পতিবার শুভ কর্মাদি করুন। সোনালী ও সাদা রঙ শুভ। ভ্রাতা ও ভগিনীর সহায়তা প্রাপ্তি হবে।

কর্কট লগ্ন – নিজস্ব প্রতিভায় ও উচ্চাকাঙ্ক্ষা পেশাগত সুফল পাবেন। ব্যয়যোগ বাড়বে। কোন পরিচিত ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে। ব্যাক্তির সাথে মতবিরোধ হতে পারে। শত্রুক্রোধ প্রকাশ পাবে। কোন হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধু/ বান্ধবীর সাথে একসাথে সময় কাটাবেন বা আনন্দ করবেন। প্রেমে বিড়ম্বনা থাকবে, ধৈর্য ধরুন। জীবনসঙ্গিনীর মাথা গরমে বাআ হঠকারিতায় মনকষ্ট পেতে পারেন ও বিরোধ হতে পারে। শিক্ষা ও উচ্চশিক্ষায় ও গবেষণায় সফল হবেন। কমিউনিকেটিভ সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিরা শুভ অগ্রগতি পাবেন। লাল ও সাদা অতি শুভ রঙ। শুক্রবার শুভ কর্মাদি করুন। নিজের শখ মেটাতে খরচা করবেন। সঙ্গীতপ্রীতি বাড়বে।

সিংহ লগ্ন – আর্থিক উন্নতির ব্যাপারে সচেষ্ট হবেন। অর্থক্ষতি যোগ। ভ্রমণযোগ। ভ্রাতা/ভগিনী হতে কষ্ট। পারিবারিক গোলযোগ। পরিচিত ব্যক্তি হতে শত্রুতা। প্রেমজ জটিলতা বৃদ্ধি। পরকীয়া ও গুপ্ত প্রেম যোগ। নব যোগাযোগ হতে ক্ষতির আশঙ্কা। শিক্ষায় বিঘ্ন, কিছু অসুবিধা ও দুশ্চিন্তা। পেশাগত উদ্বেগের মধ্য দিয়ে যেতে হতে পারে। গোলাপী অতি শুভ রঙ। রবিবার শুভ কর্মাদি করুন। গুপ্ত শত্রুরা মাথাচাড়া দেবে সাবধান হোন।

কন্যা লগ্ন – নানা যোগাযোগে লাভ হবে। উচ্চাকাঙ্ক্ষা ও জেদবৃদ্ধি ও উন্নতির চেষ্টা বাড়াবেন। ধনলাভ যোগ। উচ্চপদস্থ ব্যক্তিদের ও বন্ধু/বান্ধবী হতে লাভ। বিনা কারণে কিছু দুশ্চিন্তা ভোগ করবেন। হঠাৎ চাপা মাথাগরম হবে। অন্তর্মুখী ভোগবাসনা বৃদ্ধি। ধর্ম সংক্রান্ত বিষয়ে ও কোন গুপ্ত কর্মে আগ্রহ দেখাবেন। পেশাগত উন্নতি ও সৌভাগ্যবৃদ্ধি এবং সম্মানবৃদ্ধি। শত্রু বিজয়। ভালোবাসায় কিছু দ্বিধা ও অশুভযোগ ভোগ। দাম্পত্য রোমান্স। সবুজ, সাদা ও কালো রঙ অতি শুভ। শিক্ষার্জনে সাফল্যের সাথে অগ্রগতি, উচ্চশিক্ষায় কিছু বিঘ্ন। বুধ ও শুক্রবার শুভ কর্মাদি করুন।

তুলা লগ্ন – পেশাগত নব যোগাযোগ বৃদ্ধি ও উন্নতির সুযোগ। আয়যোগ পূর্বের মতোই বজায় থাকবে। অনভিপ্রেত খরচা বাড়বে। হঠাৎ মাথাগরম অশান্তি বাড়াতে পারে। শিক্ষার্জনে কিছু দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হবে। বন্ধু/বান্ধবীর সহায়তা পেলেও কয়েকজন শত্রুতাও করবে। প্রেম ভালোবাসার অনুভূতি বাড়বে, ভোগবাসনা বাড়বে। প্রেমে নতুন ইঙ্গিতের জন্য তৈরি থাকুন। দাম্পত্যে অকারণ ছোট খাটো মনোমালিন্য হতে পারে। নব কর্মভিত্তিক পরিবর্তন বা যোগাযোগের চিন্তাভাবনা করবেন। সাদা, গোলাপী এবং কালো রঙ অতি শুভ। রবিবার ও শুক্রবার শুভ কর্মাদি করুন।

বৃশ্চিক লগ্ন – বিনা কারণে নিজের ক্ষমতার অবিশ্বাস করবেন। আত্মবিশ্বাস বাড়ান। প্রচেষ্টা বাড়াবেন ও সুফলও পাবেন। পূর্বের মতোই ধনলাভ ও ব্যয় হাত ধরেই চলবে। ভ্রাতা/ভগিনীর সাথে মতপার্থক্য ও বিবাদের যোগ। পারিবারিক সদস্যদের সহায়তা লাভ। সম্পদ ও সম্পত্তি হতে লাভের সম্ভাবনা। প্রেম ভালোবাসায় নতুন জোয়ার আসলেও জটিলতাও বাড়বে। দাম্পত্যে জীবনসঙ্গীর সাথে রোমান্স করবেন। পেশাগত শুভ অগ্রগতি হবে, কিছু দুশ্চিন্তাও থাকবে। না চাইলেও অর্থ বিনিময় বা ব্যয় হবে। সাদা ও সবুজ অতি শুভ রং।

ধনু লগ্ন – আত্মবিশ্বাস বৃদ্ধি। কর্মে ও পেশাগত উন্নতির জন্য উদ্যোগ। ধনাগম যোগ। কিছু খরচা ও বিনিয়োগ হবে। মাতৃস্থানীয়া হতে লাভ। পরিচিত ব্যক্তিদের সাহায্য প্রাপ্তি। পারিবারিক সূত্রে বা পারিবারিক সদস্য সূত্রে লাভবান হতে পারেন। প্রেমে সাহস দেখিয়ে সাফল্য পেতে পারেন, তবে কোন ব্যক্তি আপনার প্রেমে শত্রুতা সৃষ্টি করতে পারে। দাম্প্যতে কিছু মনঃকষ্ট ও বিরোধ অভিমান থাকবে। সন্তানের ভালোবাসা পাবেন ও তার সাথে সম্পর্কের উন্নতি হবে। শিক্ষায় উন্নতি করবেন, উচ্চশিক্ষায় ও গবেষণায় সাফল্য পাবেন। নুতুন কোন কিছু ভবিষ্যতে শুরু করার বিষয়ে ভাববেন। সাদা ও সোনালি অতি শুভ রঙ। শুক্রবার শুভ কর্মাদি করুন।

মকর লগ্ন – নিজের উদ্যোগ, বুদ্ধি ও দক্ষতার জীবনে পেশাগত উন্নতির দিকে এগিয়ে যাবেন। ধনসঞ্চয়ে উদ্যোগী হবেন তবে কিছু খরচা বাড়বেই। নিকটস্থ পরিচিতের সাথে বিরোধ, চিন্তা। সম্পত্তি ক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন। প্রেমে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়বে। দাম্পত্যে জীবনসঙ্গীর মানসিকতা পরিবর্তনশীল হবে। সন্তানের বিষয়ে দুশ্চিন্তায় থাকবেন। উচ্চশিক্ষায় বিঘ্নের মধ্য দিয়ে যেতে হবে। কিছু নতুন সুযোগ আসবে কাজে লাগান। সোনালী ও লাল রঙ অতি শুভ। বৃহস্পতি ও মঙ্গলবার শুভ কর্মাদি করুন।

কুম্ভ লগ্ন – ধনাগম। কর্মোন্নোতি ও সৌভাগ্যবৃদ্ধির উদ্যোগ থাকবে তবে বাধা বিঘ্ন ও দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হবে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব যোগ। প্রেমে বিরোধ, বিবাদ। শত্রুউপদ্রব বিব্রত করতে পারে। ভ্রাতা/ভগিনীর হতে মনঃকষ্ট ও বিরোধ। কিছু নতুন দ্রব্যাদি ক্রয় করতে পারেন। নতুন সুন্দর কোন বন্ধু/বান্ধবী পেতে পারেন বা পরিচিত হবেন। দাম্পত্যে রোমান্স ও সুখ ও উষ্ণতা বৃদ্ধি। হালকা নীল অতি শুভ রঙ। ছাই রঙ বর্জন করুন। সন্তানের সহিত শত্রুতা। শিক্ষায় চিন্তা ও অমনোযোগ। বৃহস্পতিবার ও শনিবার শুভ কর্মাদি করুন।

মীন লগ্ন – প্রেম ভালোবাসার আকর্ষণ বাড়বে। ধনলাভ। সঞ্চয় বৃদ্ধি। শখে খরচা করবেন, কর্মে উদ্বেগ থাকলেও উন্নত্তিও হবে। পারিবারিক শত্রুরা বিব্রত করবে। ফাঁড়া যোগ। অপ্রত্যাশিত খরচ। প্রাপ্তিতে বিলম্ব। উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়তে পারে। সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নেবেন নাহলে পরে পস্তাতে হতে পারে। দাম্পত্যে প্রেম বাড়বে। জেদি মানসিকতা দেখাবেন। কারও উপকার করবেন বা কারোর কোন বিষয়ে সহযোগিতা করবেন। ডিপ নীল ও লাল অতি শুভ রঙ। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কর্মাদি করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Vinci Da The Curse Of The Weeping Woman Dumbo Jyeshthoputro Avengers: Endgame Student Of The Year 2 Blank Chhota Bheem: Kung Fu Dhamaka Konttho Pokemon Detective Pikachu
What's New Life
Inline
Inline