কেমন যাবে আপনার এই সপ্তাহটা? কী পাবেন আর কী হারাবেন? কোন লগ্নর জন্য অপেক্ষা করছে কি ফলাফল? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল – ১১ থেকে ১৭ অক্টোবর।
মেষঃ বিনা কারণে সমালোচিত হবেন। অর্থচিন্তা ভাবাবে। স্বাস্থ্য উদ্বেগে রাখতে পারে। শিক্ষায় বাধা। সন্তানের জন্য চিন্তা। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে ভালোবাসা। গুপ্তশত্রুতা। ফললাভে বাধা। শুভ রঙ রয়াল ব্লু। দুশ্চিন্তা, উদ্বেগ, উত্তেজনা। শনিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
বৃষঃ প্রেমে তিব্র আকর্ষণ। দাম্পত্যে সুখ কিন্তু সন্দেহ/অভিযোগ। শিক্ষায় শুভ। কর্মে চিন্তা। বিনিয়োগ হতে লাভ। ধনচিন্তা। পারিবারিক শুভ। বাধা। পেশাগত দুর্ভাবনা। হঠাৎ অশান্তি শুভ রঙ ডিপ লাল। মঙ্গলবার শুভ করমাদি করুন।
মিথুনঃ প্রেমের দিকে আগ্রহ। পেশায় শুভফল পাবেন কেবল নিজের দক্ষতায়। পারিবারিক চিন্তা ভাবাতে পারে। কোথাও যাওয়ার বিষয়ে ভাবতে পারেন। ফাঁড়া ও বিপদ হতে সাবধান। বন্ধুবান্ধবীদের সঙ্গে আনন্দ। শিক্ষায় সাফল্য। কর্মস্থলে শত্রু উপদ্রব। পেট বা পিঠের বা কোমড়ের কষ্ট। শুভ রঙ লাল। গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার করুন।
কর্কটঃ প্রেমে শত্রুতা বা অন্য কারোর জন্য অশান্তি। দাম্পত্যে এডজাস্ট। কর্মে উৎকন্ঠা বাড়বে। আর্থিক বিষয়ে চিন্তা। বন্ধু বান্ধবীদের বা পরিচিত কারোর সহায়তায় লাভ। পান ও ভোজনে লাভ। শত্রু হতে সাবধান। পারিবারিক শুভ। মিষ্টি কথা। নতুন যোগাযোগে ভবিষ্যতে শুভ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শুভ রঙ দুধ সাদা। গুরুত্বপূর্ণ কাজ শুক্রবার করুন।
সিংহঃ ধনচিন্তা। গৃহ বা পারিবারিক বা নিকট আত্মীয় বা সদস্যর জন্য চিন্তা। বন্ধুবান্ধবীদের সাবধানে ভরসা করুন। দাম্পত্যে কষ্ট। প্রেমে শুভ। মিষ্টি ব্যবহার। চেষ্টা বাড়ালে কর্মে উন্নতি হবে। অকারণে সমালোচিত হবেন। শুভ রঙ কালো। বুধবার গুরুত্বপূর্ণ কাজ করুন। বিদ্যার্জনে বিঘ্ন।
কন্যাঃ ধনব্যয়। পেশাগত শুভ ইঙ্গিত পাবেন। প্রেমে ইঙ্গিত। ধনাগম হবে। শত্রু হতে সাবধান। দাম্পত্যে হতাশা। কোনো বিষয়ে উৎকন্ঠিত হবেন। মাথাগরম থাকবে। দুর্ভাবনা ভাবাবেই। সন্তানের বিষয়ে শুভফল পাবেন। শুভ রঙ কালো। বুধবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
তুলাঃ নিজের চেষ্টায় কর্মে উন্নতি। ধনচিন্তা। পারিবারিক হঠাৎ অশান্তি। প্রেমে কষ্ট। দাম্পত্যে মর্মব্যথা। শত্রু হতে সাবধান। বিবাদযোগ। শিক্ষায় শুভ এবং অলসতা। পানভোজনে বা শখের জন্য বা নিজের পছন্দের মানুষের জন্য ব্যয়। শুভ রঙ মিল্কি হোয়াইট। শুক্রবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
বৃশ্চিকঃ প্রেমে আকর্ষণ। পারিবারিক দুশ্চিন্তাবৃদ্ধি। ধনাগম। অর্থ চিন্তা। দাম্পত্যে বিবাদ ও তারপর প্রেম। হঠাৎ অশান্তি। কর্মে উন্নতি, নিজের দক্ষতায় পেশায় সাফল্য। ব্যায়বৃদ্ধি। শিক্ষায় বাধা বা চিত্তোচাঞ্চল্য। অন্তর্মুখীতা। শুভ রঙ পিঙ্ক। গুরুত্বপূর্ণ কাজ শুক্রবার করুন।
ধনুঃ ধনাগমের আভাস। কর্মে চিন্তা তবে কিছু শুভ ইঙ্গিত। শিক্ষায় শুভ। প্রেমে বাধা। দাম্পত্যে মধু। শত্রুবিজয়। পেশাগত উন্নতি। পারিবারিক শুভ। সন্তানের জন্য চিন্তা। শত্রুবিজয়। বিনিয়োগে ক্ষতি। শুভ রঙ সবুজ। গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
মকরঃ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। ধনচিন্তা। শত্রু হতে সাবধান। কর্মে শুভ কিন্তু বাধা। শিক্ষায় বাধা ও অমনোজন। গুপ্তপ্রেমে চিন্তা। দাম্পত্যে হতাশা ও প্রেম দুই পাবেন। ব্যয় বাড়বে। ঠকতে পারেন কারোর কাছে।
কুম্ভঃ পেশাগত উন্নতি। সৌভাগ্য। ধনাগম। শত্রুবৃদ্ধি। প্রেমে যোগাযোগ বৃদ্ধি। দাম্পত্যে অশান্তি। শিক্ষায় সাফল্য। পারিবারিক চিন্তা। নতুন কিছুর বিষয়ে চিন্তা। শুভ রঙ হলুদ। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কাজ করুন। স্বাস্থ্যহানি ও দুর্ভাবনা।
মীনঃ পেশায় শুভ আভাস। ধনব্যয়। প্রচেষ্টায় বাধা। শিক্ষায় চঞ্চলতা। প্রেমে আগ্রহ। দাম্পত্যে বিরোধ। শত্রুতা/মতবিরোধ। শখের জন্য খরচ। জেদ ও মাথাগরম। শুভ রঙ নীল। গুরুত্বপূর্ণ কাজ শনিবার করুন। পিতার বিষয়ে বা কোনো গুরুজনের স্বাস্থ্য চিন্তা।
Facebook Comments