এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ পারিবারিক শুভ। কর্মে কিছু সম্ভাবনার অপেক্ষা। শিক্ষায় অমনোযোগ। প্রেমের তীব্রতা। নব উদ্যোগ। রাগ। জেদ। অতৃপ্তি। পরোপকার। আর্থিক চিন্তা। লাল রঙ বর্জন করুন। খরচ চিন্তায় রাখবে।
বৃষঃ কর্মে বাধা। আয় নিয়ে দুশ্চিন্তা। হতাশা। শিক্ষায় চঞ্চলতা। প্রেমে কষ্ট। সঞ্চয় চিন্তা ভাবাবে। বাধা। বিঘ্ন। পরিচিতদের ব্যবহারে কষ্ট। খরচ দুশ্চিন্তা বাড়াবে। ফলপ্রাপ্তিতে বাধা।
মিথুনঃ ভ্রমণ চিন্তা। কর্মে সাফল্য। আয় হবে। সাফল্য। যশ লাভ। প্রেমের আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে ভালোবাসা। মিষ্ট ব্যবহার। শৌখিনতা। খরচ বাড়বে। লাল রঙ অতি শুভ। মঙ্গলবার গুরুত্বপূর্ণ করমাদি করুন।
কর্কটঃ বাধা। দুশ্চিন্তা। কর্মে শুভ ও অশুভ। মানসিক অস্থিরতা। জয় হবে। ধনলাভের ইঙ্গিত দেখতে পাবেন। হঠাৎ বিঘ্ন চিন্তা বাড়াবে। শত্রুভয়। কলহ। প্রেমে অস্থিরতা। দাম্পত্যে বিষাদ। বিনিয়োগ।
সিংহঃ কর্মোন্নতি। ভ্রমণ চিন্তা। প্রেমে অতৃপ্তি। কিছু শুভফল। শত্রুভয়। পরিবর্তন। হতাশা। সম্ভবস্থলে বিবাহের ভাবনাচিন্তা। নতুন কিছুর ভাবনাচিন্তা। দুর্ভাবনা। বাধাবিঘ্ন। আয় বৃদ্ধির ইঙ্গিত খুঁজে পেতে পারেন।
কন্যাঃ ধনাগম। বকেয়া প্রাপ্তি। পারিবারিক চিন্তা বাড়বে। পরিচিতদের ব্যবহারে দুঃখ। কর্মে বাধা ও চিন্তা। নতুনত্বের ইঙ্গিত। প্রেমের খোঁজে বেরোতে পারেন। দাম্পত্যে অশান্তি। আর্থিক দুর্ভবনা। সমালোচনার শিকার হতে পারেন। অপ্রত্যাশিত লাভ। বিজয়।
তুলাঃ কর্মে কিছু শুভ ইঙ্গিত। ধনাগম হবে কিছু। পরিচিতি বাড়বে। প্রেমে আগ্রহ বৃদ্ধি। দাম্পত্যে সমঝোতা। কর্মে বাধা। সাহসী পদক্ষেপ। অপমানিত হবেন। মানসিক অস্থিরতা। বিনিয়োগের চিন্তা মাথায় আসবে। হতাশা ও অবসাদ দুশ্চিন্তা বৃদ্ধি করবে।
বৃশ্চিকঃ ভ্রমণ চিন্তা। কর্মে চাপবৃদ্ধি। উদ্বেগ, উত্তেজনা। সাংসারিক শুভ। প্রেমে বিষাদ বাড়বে। দাম্পত্যে বিবাদ বা মতবিরোধ। নানা দুশ্চিন্তা। মাথার যন্ত্রণা। সন্তানের জন্য চিন্তা। ধনাগম। ফলপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে। পরোপকার। যোগাযোগ বৃদ্ধি। সম্পত্তি চিন্তা। বিনিয়োগের উদ্যোগ।
ধনুঃ সাংসারিক সুখ। পরিবর্তন ভাবনা। নতুনত্বের উদ্যোগ। প্রেমের আগ্রহ ও আকর্ষণ বাড়বে। দাম্পত্যে সুখ। কর্মে যেরকম চলছিল সেরকম যাবে। ধনচিন্তা। বাধা। চিন্তিত হবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ পরিকল্পনা। লাল রঙ বর্জন করে চলুন। বিনিয়োগে লোকসানের আশঙ্কা।
মকরঃ জেদ। পরিচিতি বৃদ্ধিতে লাভ। কর্মে উদ্বেগ বাড়বে। দুৰ্ভাবনা বৃদ্ধি। শিক্ষায় অমনোযোগ। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে সুখ। শত্রু একটু হলেও বাড়বে। খরচ। লাল রঙ অশুভত্ব হতে রক্ষা করবে। অল্পকথা বলতে পারেন।
কুম্ভঃ পারিবারিক আনন্দ। ভ্রমণ করার বিষয়ে ভাবতে পারেন। পরিচিতি হতে ঠকতে পারেন। হঠাৎ বাধা। শত্রু বাড়বে। কর্মে দুশ্চিন্তা ও চাপবৃদ্ধি। নানা মানসিক যন্ত্রণা। ব্যায়বৃদ্ধি। মানসিক অশান্তি। ভালো কর্ম করেও অপ্রিয় হবেন অন্যদের কাছে। লাল রঙ অতি অশুভ। প্রেমে কষ্ট।দাম্পত্যে অপ্রিয় হবেন।
মীনঃ বাধা। কর্মে উন্নতি। নানা জনের সহযোগিতা। প্রেম আকাঙ্খা উত্তরোত্তর বাড়বে। দাম্পত্যে হঠাৎ ঝগড়া হঠাৎ প্রেম। সন্তানের বিষয় শুভ ইঙ্গিত। সাংসারিক সুখ। নিকট জনের সঙ্গে আমোদপ্রমোদ। জেদ। সঞ্চয় ও খরচ। লাল রঙ বিজয়ী করবে। শনিবার ও নীল রঙ বর্জন করুন।
Facebook Comments