মেষঃ পারিবারিক শুভ। ভ্রমণ বা গমনাগমন। দুশ্চিন্তা। প্রেমে কষ্ট। দাম্পত্যে শত্রুতা। ভোগবাসনা বৃদ্ধি। খরচ নিয়ে চিন্তা। পরিচিতি বৃদ্ধি। আর্থিক চিন্তা। জেদ। মাথাগরম। বাধা।
বৃষঃ কর্মে চাপ। অর্থচিন্তা। ভ্রমণে বাধা। যোগাযোগে বাধা। পারিবারিক উদ্বেগ। নানা দুর্ভাবনা। বিরক্তি। প্রেমের আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে প্রেম বৃদ্ধি। শত্রুতা। বিবাদ। ধনকষ্ট।
মিথুনঃ মানসিক শক্তিবৃদ্ধি। সাহস বৃদ্ধি। বিনিয়োগ হতে লাভ। প্রেমে অশান্তি। লাভ। বিজয়। কিছু সাফল্য। দাম্পত্যে ভোগসুখ। পরিচিতদের সহযোগিতা। সম্পত্তিগত শুভ। কিছু অপ্রত্যাশিত বাধা। শুভ রঙ লাল।
কর্কটঃ কর্মোন্নতি। কিছু লাভ। পারিবারিক সুখ। বিনিয়োগ। খরচ। প্রেমে যোগাযোগ বৃদ্ধি। দাম্পত্যে মতবিরোধ। পানভোজন। নতুন কিছু শুরু। শৌখিনতা বৃদ্ধি। মিষ্ট ব্যবহারে কর্য্যসিদ্ধি। প্রচেষ্টা বৃদ্ধিতে সুফল লাভ। লাল রঙ অতি শুভ। শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড বা বিনিয়োগে উদ্যোগ।
সিংহঃ ধনকষ্ট। ভ্রমণ চিন্তা। প্রেমে চেষ্টা। দাম্পত্যে আনন্দ। মানসিক চঞ্চলতা। বাধা। পারিবারিক শুভ। নানা দুর্ভাবনা। অতৃপ্তি। কর্মে মনমত সাফল্য লাভে বাধা। চিন্তা । আয় হবে। অলিভ গ্রীন শুভ রঙ।
কন্যাঃ ধনচিন্তা। কর্মে বাধা। যোগাযোগে লাভ। ভ্রমণ চিন্তা। প্রেমে কষ্ট। দাম্পত্যে অশান্তি। মানসিক যন্ত্রণা। হঠাৎ প্রাপ্তি। কিছু অর্থলাভ। নিকট মানুষজনের ব্যবহারে অতৃপ্তি। নতুন কিছুর জন্য প্রচেষ্টা।
তুলাঃ ধনব্যয়। কর্মোন্নতি। বিজয়। আনন্দ। প্রেমে কষ্ট। দাম্পত্যে সুখ। প্রাপ্তি। সাফল্য। নতুন কর্মপ্রাপ্তি। নানা পরিকল্পনা। লাল রঙ বিজয়ী করবে। শুভ ইঙ্গিত।
ধনুঃ নিজের চেষ্টায় অগ্রগতি। অতৃপ্তি। নানা চিন্তা। প্রেমে আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে প্রেম। শত্রু বৃদ্ধি। পরিচিতি বৃদ্ধি। ভ্রমণ চিন্তা। পারিবারিক সুখ আপনার জন্যই বজায় থাকবে। লাল রঙ শুভ। নতুন উদ্যোগ।
মকরঃ বাধা। কর্মে বিঘ্ন। দাম্পত্যে স্বার্থত্যাগ। প্রেমে আনন্দ। বিপরীত লিঙ্গ আকর্ষিত করবে। পরিচিতদের বিশ্বাস পাবেন। শত্রুদের ষড়যন্ত্র বৃদ্ধি। নতুন কিছু শুরুর ভাবনা। বিরক্তি। লোকসান। হতাশা। বৃহস্পতিবার অশুভ।
কুম্ভঃ বাধা। সম্ভবস্থলে বিবাহযোগ। প্রেমে অতি আগ্রহ। অন্ধবিশ্বাসে ঠকবেন। হঠাৎ বাধাবিঘ্ন। ষড়যন্ত্র। সমালোচনা। উদ্বেগ। মানসিক যন্ত্রণা। কষ্ট। শত্রুসংখ্যা বৃদ্ধি। আর্থিক দুর্ভাবনা বৃদ্ধি।
মীনঃ ধনাগম। কর্মে শুভাশুভ। প্রেম আকর্ষিত করবে। দাম্পত্যে ভোগসুখ। মানসিক অতৃপ্তি। শত্রুরা ক্ষতি করবে। নানা চাপবৃদ্ধি। অতৃপ্তি। পরিচিতদের ব্যবহারে কষ্টবৃদ্ধি। গুপ্ত ষড়যন্ত্র হতে সাবধান। নীল রঙ অশুভ। শনিবার শুভ কর্ম করবেন না।
Facebook Comments