এই সপ্তাহটি আপনার শুভ নাকি অশুভ ? কোন সত্যটা লুকিয়ে রয়েছে আপনার ভাগ্যাকাশে ? কর্মস্থলে কাজের চাপ কি বাড়তেই থাকবে ? জানতে চোখ রাখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল –১ থেকে ৭ নভেম্বর।
মেষঃ স্বাস্থ্য উদ্বেগ।মানসিক দুশ্চিন্তা। অকারণ ঝামেলা। প্রেমের আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে ঝামেলা। শিক্ষায় চঞ্চলতা। গুপ্তশত্রু হতে সাবধান। নিকট আত্মীয়ের জন্য চিন্তা। পেশায় উত্থান পতন। শুভ রঙ সমুদ্র নীল। শনিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
বৃষঃ প্রেমের আকর্ষণ ও হাতছানি বেড়েই চলবে। কর্মে উদ্বেগ ও উত্তেজনা। আয় ও আর্থিক দুশ্চিন্তা। শিক্ষায় বাধা। বন্ধুবান্ধব হতে সাবধান। শত্রুতার সম্ভাবনা। বাধা। দাম্পত্যে সন্দেহ। ঠকতে পারেন সাবধানে থাকুন। খরচা। শুভ রঙ লাল। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
মিথুনঃ প্রেমের তীব্রতম আকর্ষণ অনুভূত হবে। কাম বাসনা বৃদ্ধি। দাম্পত্যে শুভ। গুপ্তশত্রুতা। চিন্তা। দুর্ভাবনা। সৌখিন চিন্তাধারা। খরচ। কর্মে নিজ দক্ষতায় সফলতা লাভ। পেট ও পিঠের কষ্ট। শিক্ষায় সাফল্য। শুভ রঙ লাল। গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার করুন।
কর্কটঃ কর্ম বিষয়ে চিন্তা। ধন চিন্তা। প্রেমে নতুন যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত পেতে পারেন। গবেষণায় বাধা। শত্রু হতে সাবধানে থাকুন। বন্ধুবান্ধবীদের চোখ বুজে বিশ্বাস করলে ঠকবেন। কিছু নতুন করার ভাবনাচিন্তা মাথায় ঘুরবে। বাধা বিঘ্ন। দুর্ভাবনা ও উত্তেজনা। শুভ রঙ সাদা।
সিংহঃ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। দাম্পত্যে অশান্তি। গুপ্তপ্রেমের দিকে আকর্ষণ ও কিছু নতুন শুভ ইঙ্গিত পেতে পারেন। পারিবারিক দুশ্চিন্তা ভাবাবে। নিকট কারোর বিষয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষায় বিঘ্ন। বন্ধুবান্ধবীদের হতে সাবধান। সমালোচিত হবেন। কর্মে শুভ। চেষ্টা বাড়ালে আয় বাড়বে। বিলম্ব। অন্তর্মুখী মানসিকতা। শুভ রঙ সাদা শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
কন্যাঃ প্রেমের আকর্ষণ বৃদ্ধি। কর্মে শুভ কিছুর আভাস। জেদী মানসিকতা। সৌখিন চিন্তাভাবনা। পারিবারিক শুভ। শিক্ষায় সাফল্য। দুর্ভাবনা। শত্রুজয়। ব্যায়বৃদ্ধি। নতুন বিষয়ে ভাবনা চিন্তা। শুভ রঙ কমলা ও সবুজ। বুধবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
তুলাঃ স্বাস্থ্য উদ্বেগ। কর্মের চিন্তা। যায় চিন্তা বা অর্থচিন্তা। পারিবারিক শুভ। শিক্ষায় অমনোযোগ। হঠাৎ অশান্তি বা মানসিক হতাশা। প্রেমে অসুখী। ফলপ্রাপ্তিতে বিলম্ব। কিছু বাধা। বন্ধুবান্ধব বা পরিচিত কারোর ব্যবহারে হতাশা। শুভ রঙ লাল। গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার করুন।
বৃশ্চিকঃ মানসিক জোর বৃদ্ধি। কর্মে দুশ্চিন্তা। পেশাগত উদ্বেগ বা পেশাস্থলে কারোর জন্য অশান্তি। মতবিরোধ ও মানসিক উত্তেজনা। শিক্ষায় শুভ। ভুল বোঝাবুঝি। ব্যবসায় কিছু শুভ ইঙ্গিত। প্রেমের ইঙ্গিত। দাম্পত্যে সুখ। রাগ ও জেদবৃদ্ধি। অর্থচিন্তা। শুভ রঙ সাদা। শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
ধনুঃ দুর্ভাবনা হবে। ধনব্যয়। সৌভাগ্যবৃদ্ধি ও অর্থোন্নতির আভাস। শত্রুবিজয়। শিক্ষায় বাধা। মানসিক অস্থিরতা। পারিবারিক শুভ। রাগ ও জেদবৃদ্ধি। প্রেমে কষ্ট। দাম্পত্যে প্রেম উথলে পড়বে। হঠাৎ কিছু আকস্মিক ঘটনা। শুভ রঙ গোলাপী। গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
মকরঃ দুর্ভাবনা। ব্যয়। বিনিয়োগ। শিক্ষায় অমনোযোগ। প্রেমে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা। দাম্পত্যে পুনর্মিলন। চিন্তা বাড়বে। কর্মে শুভ ও অশুভ উভয়ফল। কিছু নতুন সুযোগ। কিছু নতুন।পরিকল্পনা। হঠাৎ বাধা। গুপ্তপ্রেম বা গুপ্তকর্মে আগ্রহ। শুভ রঙ সবুজ। গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
কুম্ভঃ স্বাস্থ্য উত্তেজনা হতে পারে। পেশাগত শুভ কিছু সম্ভাবনা। অর্থচিন্তা। বিনিয়োগ হতে পারে। পারিবারিক অশান্তি। বন্ধুবান্ধবীদের সঙ্গে মনোমালিন্য বা তাদের দ্বারা ব্যবহার হতে পারেন। প্রেমে নতুন হাতছানি ও তীব্র আকর্ষণ। দাম্পত্যে বোঝাপড়া। শিক্ষায় শুভ। পেশাস্থ্লে অতৃপ্তি বা শত্রুউপদ্রব বা বিবাদ। শুভ রঙ গোল্ড। গুরুত্বপূর্ণ কাজ বৃহস্পতিবার করুন।
মীনঃ ধনব্যয় ও চিন্তা। ভবিষ্যতে কিছু আর্থিক শুভ ইঙ্গিত। পারিবারিক চিন্তা। মাতৃস্থানীও কারোর জন্য চিন্তা বা তার সাথে অশান্তি। শিক্ষায় বাধা ও চঞ্চলতা। ফললাভে বাধা ও কিছু বিলম্ব। কিছু নতুন প্রাপ্তি। ভোগবাসনা বৃদ্ধি। মানসিক অস্থিরতা ও ক্রোধ। শুভ রঙ নীল। গুরুত্বপূর্ণ কাজ শনিবার করুন।
Facebook Comments