এই সপ্তাহে ভাগ্যের ব্যাঙ্কে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কর্মস্থলে হতাশা কাটবে নাকি বেড়েই চলবে? পারিবারিক অশান্তি থেকে কি মুক্তি মিলবে? কি হবে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল।
মেষঃ শত্রু সংখ্যাবৃদ্ধি। পারিবারিক চিন্তা। কর্মে শুভাশুভ। প্রেমে তীব্র আকর্ষণ। দাম্পত্যে প্রেম। অর্থচিন্তা। রাগ। স্বাস্থ্যভয়। খরচ। বাধা। মানসিক অশান্তি। অতৃপ্তি।
বৃষঃ ভ্রমণ চিন্তা। পারিবারিক সুখ। খরচ বৃদ্ধি। রাগ ও জেদ বাড়বে। সাহসী উদ্যোগ। প্রেমে সাহস দেখাতে পারেন। দাম্পত্যে ভালোবাসা। পরিচিতি বৃদ্ধি। নতুন কিছুর শুভারম্ভ। পানভোজন। স্বার্থত্যাগ। ধনকষ্ট। কর্মে চাপ। নানাচিন্তা। পরিবর্তন।
মিথুনঃ পরিচিতি হতে লাভ। কর্মে সাফল্য। শত্রুজয়। প্রেমে ঠকবেন। দাম্পত্যে মিলন। গুপ্তশত্রুতা। মানসিক জেদ ও দৃঢ়তা। অন্তর্মুখীতা। ব্যয় বৃদ্ধি। প্রাপ্তি। পরোপকার। প্রোমোশনের বিষয়ে শুভ ইঙ্গিত পেতে পারেন। লাল রঙ শুভ।
কর্কটঃ ধনাগম নিয়ে চিন্তিত হতে পারেন। কর্মে শুভাশুভ। পরিচিত মানুষজনের ব্যবহারে কষ্ট পেতে পারেন। যোগাযোগ বাড়বে। নানা চিন্তা ভাবাবে। হঠাৎ কিছু শুভ ইঙ্গিত। কিছু নতুন করার উদ্যোগ। প্রেমে যোগাযোগের অপেক্ষা। গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন। পারিবারিক শত্রু হতে সাবধান। দাম্পত্যে কলহ। খাওয়াদাওয়া ও কেনাকাটায় খরচ হবে। বিশেষ কিছু বিষয়ে চিন্তা বাড়বে।
সিংহঃ আর্থিক দুশ্চিন্তা। ধনব্যয় বাড়বে। অপ্রিয় সত্য কথা বলে দেবেন। পারিবারিক বিষয় চিন্তিত থাকবেন। প্রেমে যোগাযোগ বৃদ্ধি। দাম্পত্যে ভালোবাসা। ভ্রমণে বা যাতায়াতে বিপদ/ক্ষতি। নিজের বৃদ্ধির প্রয়োগে অগ্রগতি। নতুন কিছুর শুরুর ভাবনা। বাধা। কর্মে চাপ ও উদ্বেগ। হতাশা।
কন্যাঃ বাধা। সাহসী সিদ্ধান্ত। কর্মের চিন্তা ভাবাবেই। মানসিক উৎকণ্ঠা। ধনচিন্তা। হঠাৎ কিছু ধনাগম। খরচ কমবে না। হতাশা। প্রেমে কষ্ট। দাম্পত্যে হতাশা। ভোগবাসনা বাড়বে। আটকে থাকা কিছু কাজে অগ্রগতি।
তুলাঃ ধনাগম। ধনব্যয়। বিনিয়োগ। সাফল্য। শত্রুজয়। প্রোমোশনের ইঙ্গিত। প্রাপ্তি। সম্পদ ও সম্পত্তিগত বৃদ্ধি। কিছুক্রয় করার পরিকল্পনা। আনন্দ। সুখ। লাল রঙ বর্জন করে চলুন।
বৃশ্চিকঃ কর্মোন্নতি। ধনাগম। বিজয়। সম্পত্তি বৃদ্ধির উদ্যোগ। পরিচিতি হতে লাভ। সাফল্য। গুপ্তশত্রু হতে সাবধান। প্রাপ্তি। প্রেমে অসফলতা। দাম্পত্যে সমঝোতা। লাল রঙ অতি শুভ। নিজের দক্ষতায় সাফল্য। ভ্রমণ চিন্তা। আনন্দ।
ধনুঃ বাধা। নতুন উদ্যোগ। প্রেমে আকর্ষণ তীব্রতর হবে। আর্থিক চিন্তা। চেষ্টায় ফলপ্রাপ্তিতে বিলম্ব। দাম্পত্যে বিরোধ। মানসিক দুশ্চিন্তা। ব্যয়। শিক্ষায় শুভ। নিকট জনের অঙ্গে অশান্তি। লাল রঙ মানসিক জোর বাড়াবে। হঠাৎ কিছু অর্থলাভের ইঙ্গিত।
মকরঃ পরিবর্তন। সম্ভবস্থলে বিবাহচিন্তা বা যোগাযোগ বৃদ্ধি। পরিচিতদের ব্যবহারে মানসিক যন্ত্রণা। ভ্রমণ চিন্তা। সমঝোতা মূলক ভাবনাচিন্তা। বাধা। কর্মে উদ্ব্যেগ ও উৎকণ্ঠা। নতুন কিছুর উদ্যোগ। প্রেমের সুযোগের অপেক্ষা। দাম্পত্যে ভোগসুখ। বিপদ হতে সাবধান। খরচ বাড়বে।
কুম্ভঃ উদ্বেগ। সম্ভবস্থলে বিবাহের উদ্যোগ। বাধা। ছোট আঘাত। প্রেমে শুভ। দাম্পত্যে ভালোবাসা। উদ্বেগ ও ফলপ্রাপ্তিতে বাধা। কর্মে অতৃপ্তি। শিক্ষায় বিঘ্ন। নানা রকমের দুৰ্ভাবনা। হতাশা। পারিবারিক শত্রু উপদ্রব। বাড়িতে মানুষজনের সঙ্গে মতবিরোধ।
মীনঃ জেদ, তেজ, সাহস। শত্রুবৃদ্ধি। প্রেমে কষ্ট। দাম্পত্যে বিবাদ। সম্ভবস্থলে বিবাহের উদ্যোগ। কর্মে কিছু নতুন সম্ভাবনা। বন্ধুবান্ধবরা ঠকাবে ও শত্রু আচরণ করবে। নানা বিঘ্ন। ফললাভে বাধা। খরচ। নতুন কিছু কেনার ইচ্ছা। ভোগবাসনা বাড়বে।
Facebook Comments