ভাগ্যফল নাকি কর্মফল ? কোনটি শ্রেষ্ঠ ? নাকি উভয়েরই পারস্পরিক যোগসূত্র রয়েছে ? জানতে দেখুন বিখ্যাত জ্যোতিষী অরূপ ভট্টাচার্য্যর কলমে সাপ্তাহিক লগ্নফল – ২০ থেকে ২৬ ডিসেম্বর ২০২০।
মেষঃ দুশ্চিন্তা। দুর্ভাবনা। কর্মচিন্তা। নব যোগাযোগ। প্রেমে নতুন উদ্যোগ। দাম্পত্যে অসন্তোষ। শত্রু হতে সাবধান। মাথাযন্ত্রনা। সমালোচিত হবেন। আর্থিক দুর্ভাবনা ভাবাবে। শুভ রঙ রয়াল ব্লু। শনিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
বৃষঃ নিজের যোগ্যতায় উন্নতির চেষ্টা। আর্থিক ভাবনা। পেশাগত উৎকন্ঠা। পারিবারিক দুর্ভাবনা। মানসিক অশান্তি। পরিচিত হতে কষ্ট। শত্রু উপদ্রব। হঠাৎ বাধা। গুপ্তসম্পর্কের আকর্ষণ বৃদ্ধি। দাম্পত্যে মিলন। শুভ রঙ লাল। গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার করুন।
মিথুনঃ বন্ধুবান্ধবদের সহযোগীতা। শিক্ষায় অগ্রগতি। কর্মে দুর্ভাবনা। নিজের চেষ্টায় কর্মে অগ্রগতি। প্রেমে কষ্ট। দাম্পত্যে ঝগড়া। পারিবারিক সুখের জন্য স্বার্থ্যত্যাগ। দ্বিধাগ্রস্ত মানসিকতা। মানসিক অশান্তি। হঠাৎ বাধার আশংকা। শুভ রঙ লাল। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
কর্কটঃ বাধা। কর্মচিন্তা। পরিবর্তন। নতুন কিছুর ভাবনা। শিক্ষায় সাফল্য। প্রেমের নতুন আকর্ষণ। দাম্পত্যে সুখ। শত্রু হতে সাবধান। অশান্তি। মনঃকষ্ট। হঠাৎ ঝামেলা। সাদা শুভ রঙ। শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
সিংহঃ প্রেমের আগ্রহ বৃদ্ধি। দাম্পত্যে কলহ। কর্মে চিন্তা। পারিবারিক চিন্তা বাড়তে পারে। গুপ্ত বিষয়ে আগ্রহবৃদ্ধি। বন্ধুবান্ধব হতে সাবধান। মানসিক উৎকন্ঠা বৃদ্ধি। হঠাৎ বাধা। শিক্ষায় বাধা। গুপ্তশত্রু হতে সাবধান। শুভ রঙ অলিভ গ্রীন। ।গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
কন্যাঃ কর্মে চিন্তা। আর্থিক চিন্তা। বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ। শিক্ষায় সাফল্য। সম্পত্তিগত চিন্তাভাবনা। প্রেমের তীব্রতম আকর্ষণ অনুভব করবেন। দাম্পত্যে প্রেম কর্মে উদ্বেগ। পারিবারিক সুখ। ভোগসুখ ভাবনা। ব্যায়বৃদ্ধি। শুভ রঙ সাদা। ।গুরুত্বপূর্ণ কাজ সোমবার করুন।
তুলাঃ অন্তর্মুখী মানসিকতা। ধনচিন্তা। পেশাগত ভাবনা। বন্ধুবান্ধব হতে সহযোগিতা। পারিবারিক সুখের জন্য স্বার্থ্যত্যাগ। নতুন কিছুর উদ্যোগ। শিক্ষায় বিঘ্ন সত্ত্বেও অগ্রগতি। প্রেমে অতৃপ্তি। দাম্পত্যে বিরোধ। সন্তানের জন্য ভাবনা। শুভ রঙ লাল। মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
বৃশ্চিকঃ সম্পত্তিগত ভাবনা। পেশাগত শুভ যোগ। পারিবারিক সদস্যের জন্য ভাবনা। সন্তানের উন্নতির জন্য চেষ্টা বৃদ্ধি। মাথাগরম। প্রেমের নতুন যোগাযোগ। দাম্পত্যে প্রেম। পরিচিত মানুষজনের সহযোগীতা পাবেন। নতুন কিছুর চিন্তাভাবনা। ।মানসিক দুর্ভাবনা। শত্রু হতে সাবধান। জেদ ও রাগ। শুভ রঙ সবুজ ও কমলা। গুরুত্বপূর্ণ কাজ বুধবার করুন।
ধনুঃ ধনাগম ও ব্যয়। ঠকে যাওয়ার আশঙ্কা। প্রেমে কষ্ট। দাম্পত্যে প্রেম। মানসিক যন্ত্রনা। হয়ে যাওয়া কাজে বাধা। গুপ্তশত্রু ক্ষতির চেষ্টা করবে। মিষ্ট কথায় কাজ হাসিল। বাধাবিঘ্ন। শুভ রঙ রয়াল ব্লু। ।গুরুত্বপূর্ণ কাজ শনিবার করুন।
মকরঃ চিন্তা। পেশাগত সাফল্য। ব্যয়। চেষ্টা বাড়ালে সুফল পাবেন। পারিবারিক উৎকন্ঠা। প্রেমে আনন্দ। দাম্পত্যে পুনর্মিলন। শত্রুবিজয়। ভ্রমণ। শিক্ষায় বাধা। শুভ রঙ অ্যাশ শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
কুম্ভঃ কর্মে শুভ। স্বাস্থ্যহানি। ধনব্যায়। কোথাও যাওয়ার বিষয়ে চিন্তা করতে পারেন। শিক্ষায় শুভ। মানসিক চঞ্চলতা। স্পষ্ট বক্তব্য। প্রেমে সুখ। দাম্পত্যে ভোগসুখ। শত্রুতা। মনঃকষ্ট। শুভ রঙ পিঙ্ক ও অরেঞ্জ। গুরুত্বপূর্ণ কাজ রবিবার করুন।
মীনঃ ধনাগম। জেদ। পরিচিতদের সহযোগীতা লাভ। শত্রুবিজয়। উদ্যোগে সাফল্য। প্রেম কষ্ট তবে নব যোগাযোগের ইঙ্গিত। দাম্পত্যে সমঝোতা। পানভোজনে আনন্দ। পারিবারিক চিন্তা ও সমাধান। হঠাৎ বাধা। রয়াল ব্লু শুভ রঙ। শনিবার গুরুত্বপূর্ণ কাজ করুন।
Facebook Comments